Thursday, August 21, 2025

১০দিনের মধ্যে প্রাথমিকে নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ হাইকোর্টের

Date:

প্রাথমিক শিক্ষা পর্ষদের আবেদন খারিজ করে শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। রীতিমত সময় বেঁধে দিয়ে প্যানেল প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। প্যানেল প্রকাশ আগে হয়ে থাকলে তার হার্ডকপি (hard copy) জমা দেওয়া নির্দেশ দেওয়া হয়।

২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ (primary TET) সংক্রান্ত মামলায় এর আগেও নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ২০১৪ সালের নিয়োগের পরীক্ষার নিয়োগের প্রক্রিয়া ২০১৬ ও ২০২০ সালে হয়েছিল। সেই সময় প্যানেল প্রকাশ হয়। কিন্তু প্যানেল প্রকাশের পরেই ২০১৬ সালের নিয়োগ নিয়ে হাইকোর্টে মামলা হয়। ফলে নিয়োগ সম্ভব হয়নি। সেই মামলায় বিচারপতি অমৃতা সিনহা ২০১৬ ও ২০২০ – দুটি প্যানেল প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন। ২০১৬ সালের প্যানেল প্রকাশ করা হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে, পর্ষদের এই দাবি না মেনে দুবার প্রকাশিত পুরো প্যানেল দেখতে চান বিচারপতি অমৃতা সিনহা।

২০১৬ সালের প্যানেল প্রকাশ হয়ে যাওয়ায় বিচারপতির এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে (Division Bench) যায় পর্ষদ। ডিভিশন বেঞ্চ সেই মামলা আবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে ফেরৎ পাঠায়। মঙ্গলবার সেই মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৪২ হাজার ৯৪৯ জন চাকরিপ্রার্থীর পুরো প্যানেল প্রকাশের নির্দেশ দেন ১০ দিনের মধ্যে। আগে সেই প্যানেল প্রকাশ হয়ে থাকলে হার্ডকপি জমার নির্দেশ দেন। আগামী ১৫ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। সেই দিন আদালতে প্যানেলের হার্ডকপি প্রকাশের সম্ভাবনা।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version