Thursday, November 13, 2025

ইরানে সেনা আধিকারিকের ক.বরস্থানের কাছে ভ.য়াবহ বি.স্ফোরণ! লাফিয়ে বাড়ছে মৃ.তের সংখ্যা

Date:

২০২০ সালে ঠিক এই দিনটিতে আমেরিকার ক্ষেপণাস্ত্র হানায় প্রাণ গিয়েছিল! ইরান (Iran) সেনার সেই জনপ্রিয় জেনারেল কাসেম সোলেমানির (Qasem Suleimani) মৃত্যুদিবসে শ্রদ্ধা জানাতে বুধবার তাঁর কবরে মানুষের ঢল নামে। এদিন বিকেলে সেখানেই ভয়াবহ ধারাবাহিক বিস্ফোরণের (Massive Blasts) জেরে ইতিমধ্যে ১০৩ জন নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে। আহতের সংখ্যা ইতিমধ্যে ১৭০ ছড়িয়ে গিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

যদিও এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী এদিনের হামলার দায় স্বীকার করেনি। তবে গাজায় যুদ্ধের আবহে ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ এই নাশকতা চালাতে পারে বলে তেহরানের একটি সূত্রের দাবি। উঠে আসছে আমেরিকার প্রত্যক্ষ যোগাযোগের সম্ভবনার কথাও। কারণ সাম্প্রতিক যুদ্ধে গাজ়ার হামাস, লেবাননের হিজবুল্লা এবং ইয়েমেনের হুথি বাহিনীকে ইজরায়েলের বিরুদ্ধে ইরান মদত দিচ্ছে। আর সেকারণেই হামলার পিছনে একাধিক আশঙ্কার কথা উঠে আসছে।

২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের অদূরে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছিলেন সোলেমানি। ইরানের ‘ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর’-এর ওই কমান্ডার সেখানে আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে মদত দিতে গিয়েছিলেন। আত্মরক্ষার জন্যই ইরানি কমান্ডার কাসেম সোলেমানিকে মারতে হয়েছে বলে রাষ্ট্রপুঞ্জকে জানিয়েছিলেন আমেরিকার তৎকালীন প্রতিনিধি কেলি ক্রাফ্ট। তাঁর দাবি ছিল, পশ্চিম এশিয়ায় মোতায়েন আমেরিকা সেনার উপর ধারাবাহিক ভাবে হামলায় মদত দিচ্ছিলেন সোলেমানি।

 

 

 

 

Related articles

ব্যাটিং মহড়ায় মগ্ন অধিনায়ক, ‘চ্যালেঞ্জ সামলে’ ইডেনে নামছেন প্রিন্স

বিরাট কোহলি, রোহিত শর্মারা টেস্ট ক্রিকেট থেকে অতীত হয়ে হয়ে গিয়েছেন। তারকা প্রথায় চলা ভারতীয় দলের প্রিন্স এখন...

জিতলেও বিজয় মিছিল নয়! বিহার নির্বাচনের ফলাফলের আগে কমিশনকে টানতে হল লাগাম

নির্বাচন প্রক্রিয়া জুড়ে অশান্তি বারবার মাথাচাড়া দিয়েছে নীতীশ কুমারের বিহারে। বারবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের নেতা-কর্মী এমনকি প্রার্থীরাও।...

KIFF: এক সপ্তাহের ফিল্মোৎসবের আজ সমাপ্তি, সিনে দশমীতে চলচ্চিত্র প্রাঙ্গণে শিল্পী সম্বর্ধনা

সংস্কৃতির শহর কলকাতার আনাচে-কানাচে সিনেপ্রেমী উৎসাহীদের আজ মন খারাপ। গত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এক সপ্তাহব্যাপী ৩১-তম...

হাসিনার শাস্তির তারিখ ঘোষণার আগেই ‘উত্তপ্ত’ ঢাকা! লকডাউন ঘোষণা আওয়ামী লিগের

দোষী ধরে নিয়েই মামলা। সেই মামলায় সর্বোচ্চ শাস্তি যেন অবধারিত। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা ঘোষণা করা হবে...
Exit mobile version