Tuesday, August 26, 2025

শেষপর্যন্ত বেজে গেল ইউরো কাপের দামামা। ২০২৪ সালের ইউরো কাপের আয়োজনের দায়িত্বে জার্মানি। জার্মানির হামবুর্গে ঘোষিত হয়ে গেল বিশ্বের অন্যতম সেরা আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার গ্রুপ বিন্যাস। ড্র ঘোষণার পরই চক্ষু চড়কগাছ ইতালির। ইউরোর সবচেয়ে শক্তিশালী গ্রুপে আজুরিরা। তিনবারের চ্যাম্পিয়ন স্পেন ও সারা জাগানো ক্রোয়েশিয়ার সঙ্গে একই গ্রুপে ইতালি, সঙ্গে রয়েছে আলবেনিয়া।
অখ্যাত নর্থ ম্যাসেডোনিয়ার কাছে প্লে-অফে হেরে ২০২২ কাতার বিশ্বকাপে জায়গা করতে পারেনি ইতালি। এরপর ফিনালিসিমায় মেসির আর্জেন্টিনার কাছে বিপর্যস্ত হয়েছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শুধু তাই নয় আসন্ন ইউরো কাপেও জায়গা করে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছিল তাদের কাছে।অবশেষে আগামী জুন-জুলাইয়ে আয়োজিত ইউরো কাপে জায়গা করে নিয়েছে ইতালি।
গ্রুপ বি-তে স্পেন ও ক্রোয়েশিয়ার মতো দলের বিরুদ্ধে লড়ে নকআউটের যাওয়া রীতিমতো কঠীন ইতালির কাছে। অন্যদিকে ইউরোপের বাকি শক্তিধর দেশগুলি সহজ গ্রুপই পেয়েছে। গ্রুপ এ-তে রয়েছে আয়োজক জার্মানি। তাদের সঙ্গে রয়েছে স্কটল্যান্ড, হাঙ্গেরি ও সুইৎজারল্যান্ড। চারবারের বিশ্বজয়ী জার্মানদের সাম্প্রতিক ফর্ম একেবারেই আশাব্যঞ্জক নয়। তবে সব কিছু থেকে ঘুরে দাঁড়াতে ২০২৪ সালের ইউরো কাপই ভরসা। ঘরের মাঠে টুর্নামেন্ট হওয়ায় এই টুর্নামেন্টকেই পাখির চোখ করছে জার্মানি।

গ্রুপ সি-তে রয়েছে গতবারের রানার্সআপ ইংল্যান্ড। ইংল্যান্ডের সঙ্গে রয়েছে স্লোভেনিয়া, ডেনমার্ক ও সার্বিয়া।তবে কাতার বিশ্বকাপের রানার্স ফ্রান্সকে বিশেষ পরীক্ষা দিতে হবে না। গ্রুপ ডি-তে ফ্রান্স, নেদারল্যান্ডস ও অস্ট্রিয়ার সঙ্গে থাকবে প্লে-অফের একটি দল। সেই দৌড়ে রয়েছে পোল্যান্ড, ওয়েলসের মতো লড়াকু দল। গ্রুপ ই-তে রয়েছে বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া ও প্লে-অফের একটি দল। ইসরায়েল, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, ইউক্রেন ও আইসল্যান্ডের মধ্যে যে কোনও একটি দল ঢুকবে এই গ্রুপে।

সেই তুলনায় অনেকটাই সহজ গ্রুপে পড়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল পর্তুগাল। এফ গ্রুপে ২০১৬ সালের চ্যাম্পিয়নদের সঙ্গে আছে তুরস্ক, চেক রিপাবলিক ও প্লে-অফের একটি দল। সেই দৌড়ে গ্রিস ছাড়া সেরকম বড় কোনও দল নেই। তবে রোনাল্ডোদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে তুরস্ক। আর এটিই রোনাল্ডোর শেষ ইউরো কাপ হতে চলেছে।আলিয়াঞ্জ অ্যারেনায় আগামী ১৪ জুন আসরের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে জার্মানি।

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...
Exit mobile version