Friday, August 22, 2025

২১ জুলাই তৃণমূলের শহিদ মঞ্চে ঝড় তোলা ছাত্রনেত্রী রাজন্যা এবার ‘রুপোলি’ পর্দায়

Date:

বছরের শুরুতেই চমক দিলেন ছাত্রনেত্রী। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্দোলন, খবরের শিরোনামে উঠে আসা তৃণমূলের ছাত্র নেত্রী রাজন্যা হালদার এবার পা রাখছেন সিনে দুনিয়ায়। জানা যাচ্ছে, ছবির নাম ‘১৯৪৫ : বিহাইন্ড দ্য মাউন্টেনস’। ছবির পরিচালক প্রান্তিক চক্রবর্তী। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার।

আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে মুক্তি পাবে ‘১৯৪৫ : বিহাইন্ড দ্য মাউন্টেনস’। স্বাধীনতা সংগ্রামী পুতলি তামাংয়ের জীবনের গল্পই উঠে এসেছে এই ছবিতে। পুতলির ভূমিকায় অর্থাৎ নাম ভূমিকায় দেখা যাবে রাজন্যাকে। ব্রিটিশদের ভারত ছাড়তে কীভাবে ঝাঁপিয়ে পড়েছিল পাহাড়ের মানুষ, সেই গল্পই লেন্সবন্দি হয়েছে এই ছবিতে। রাজন্যার পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন ঋতব্রত ভট্টাচার্য, রিয়া ভুজেল, মণিকুমার ভুজেলরা।

বিগ স্ক্রিনে নিজের ডেবিউ ছবি নিয়ে উচ্ছসিত রাজন্যা।সংবাদমাধ্যমে তৃণমূল ছাত্রনেত্রী বলেন, “কাজ করে খুব ভাল লেগেছে। এই ছবি একদিকে যেমন ভারতের স্বাধীনতা সংগ্রামের কথা বলেছে, তেমন ছবিতে ভিন্নভাবে ভালবাসার গল্পও ফুটিয়ে তোলা হয়েছে। তবে এই ছবি কখনই পুতলি তামাংয়ের জীবন কাহিনী নয়। ভারতের স্বাধীনতা সংগ্রামে পাহাড়ের মানুষের অবদানের কথাও এই ছবিতে তুলে ধরা হয়েছে। আমাদের বিশ্বাস দর্শকদের এই ছবি ভাল লাগবে।”

 

কলকাতার নন্দন, নজরুল তীর্থ-এর মতো সরকারি প্রেক্ষাগৃহের পাশাপাশি আইনক্সেও মুক্তি পাবে এই ছবি। এছাড়া দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, শিলিগুড়ির মতো উত্তরবঙ্গের একাধিক জেলাতেও আগামী ২৬শে জানুয়ারি মুক্তি পাবে ‘১৯৪৫ : বিহাইন্ড দ্য মাউন্টেনস’। জানা যাচ্ছে নেপালি সাবটাইটেল সহ মুক্তি পাবে এই ছবি।

Related articles

এখনও নিখোঁজ সন্তান-সহ রুশ বধূ! ভিক্টোরিয়া বসুর বিরুদ্ধে দায়ের FIR

এখনও নিখোঁজ রুশ বধূ ও তাঁর শিশু সন্তান। রুশ (Russian) প্রশাসন মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের আধিকারিকদের কাছে জানিয়েছে,...

নর্থইস্টের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন কিবু

রাত পোহালেই ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালের লড়াইয়ে নামবে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচ নিয়েই চলছে জোর...

সুপ্রিম কোর্টে ধাক্কা কমিশনের: ভোটার তালিকায় নাম জুড়তে বড় ঘোষণা

বিহার নির্বাচনের আগে ৬৫ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন (Election Commission),...

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...
Exit mobile version