Monday, August 25, 2025

বেলুড় মঠ থেকে জয়রামবাটি, সাড়ম্বরে পালিত সারদা দেবীর ১৭১ তম জন্মতিথি উৎসব!

Date:

তিথি মেনে শ্রী শ্রী সারদা দেবীর জন্ম উৎসব (Sarada Devi Birth Anniversary celebration) পালনে আজ সকাল থেকেই ব্যস্ত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের (Ramakrishna Math Ramakrishna Mission) প্রতিটি শাখা সংগঠন। ভোর থেকেই মঙ্গল আরতি ও স্তব গানের মাধ্যমে সারদা মায়ের (Sarada Devi) বিশেষ পুজো শুরু হয় বেলুড়মঠে (Belur Math)। শীতের চাদর গায়ে মেখে ভক্তরা ভিড় জমিয়েছেন মঠ প্রাঙ্গণে।১৮৫৩ সালের ২২ ডিসেম্বর (বাংলা ১২৬০ সালের ৮ পৌষ) বৃহস্পতিবার পৌষ মাসের কৃষ্ণা সপ্তমী তিথিতে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম জয়রামবাটির এক দরিদ্র ব্রাহ্মণ ধর্মপরায়ণ পরিবারে সারদা দেবীর জন্ম। তবে মঠের নিয়ম অনুসারে তারিখ নয় বরং তিথিকেই গুরুত্ব দিয়ে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের জন্ম উৎসব পালন করা হয়। এদিন ভোর পৌনে পাঁচটা নাগাদ শ্রীশ্রীমায়ের মন্দিরে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বেদপাঠ ও স্তবগান হয়। তারপর রীতি মেনে সাড়ে পাঁচটা নাগাদ ভজন পরিবেশন করা হয়।

আজ সারদা দেবীর আবির্ভাব তিথি উৎসব উপলক্ষে নিরাপত্তার কড়াকড়ি রামকৃষ্ণ মঠে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রয়েছে ধর্মসভাও। সেখানে শ্রীশ্রীমায়ের জীবন ও বাণী নিয়ে আলোচনা করা হবে। ধর্মসভায় সভাপতি স্বামী নিত্যমুক্তানন্দ। বক্তা স্বামী একচিত্তানন্দ। ইংরাজিতে বক্তব্য রাখবেন স্বামী সত্যেশানন্দ। আজ বেলুড়ে ভক্তদের জন্য বেলা সাড়ে এগারোটা থেকে প্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে সজাগদৃষ্টি ব্রহ্মচারী, সন্ন্যাসী ও ভলেন্টিয়ারদের। সভামণ্ডপে মাতৃসঙ্গীতে অংশ নেবেন বেলুড় মঠের ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের ব্রহ্মচারীরা।

সারদা মায়ের ১৭১ তম আবির্ভাব তিথি উৎসবে মাতোয়ারা জয়রামবাটিও। প্রত্যেক বছরের মতো এবারও সেখানে ভক্তদের ভিড়। বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়েছে কামারপুকুর রামকৃষ্ণ মঠেও। এদিন সকাল থেকে বাগবাজারে মায়ের বাড়িতেও দলে দলে ভক্তরা উপস্থিত হচ্ছেন।

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version