নতুন বছরে বোধহয় প্রতিজ্ঞা করে মাঠে নেমেছিলেন মহম্মদ সিরাজ।তিনি যে বিধ্বংসী মেজাজে রয়েছেন, তা সকলেই দেখলেন কেপটাউন টেস্টে। এক দুই নয়, একাই ৬টি উইকেট সাবাড় করলেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপ।
এখনও অবধি দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ডের যা অবস্থা, তাতে অবশ্য শেষটা কোথায় গিয়ে হবে তা অনেকটাই আঁচ পাওয়া যাচ্ছে।জীবনের সেরা টেস্ট পারফরম্যান্স করলেন মহম্মদ সিরাজ। তার দাপটে মাত্র ৫৫ রানে শেষ ডিন এলগারদের ব্যাটিং। টেস্ট এক ইনিংসে ভারতের বিরুদ্ধে এটাই কোনও বিপক্ষের সবচেয়ে কম স্কোর। দুটি করে উইকেট পেয়েছেন জশপ্রীত বুমরাহ ও মুকেশ কুমার।
সিরাজ এক্সপ্রেসের সামনে কেপটাউনে মাত্র ৫৫ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা
Date:
Share post: