Wednesday, August 27, 2025

লোকসভা (Loksabha ) থেকে বহিষ্কারের বিরোধিতায় মহুয়া মৈত্রের দায়ের করা মামলার শুনানি হল সুপ্রিম কোর্টে (Supreme Court)। গোটা বিষয়টি পর্যবেক্ষণের পর নোটিশ জারি করা সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ আদালত।সংসদে নিরাপত্তা জনিত প্রশ্ন তুলে, ক্যাশ ফর কোয়েশ্চেন বিতর্ককে সামনে রেখে লোকসভার এথিক্স কমিটি মহুয়া মৈত্রের (Mahua Moitra) বহিষ্কারের সুপারিশ করেছিল। তাতে সম্মতি মিলেছে সংসদে। শুধু তাই নয়, যেদিন স্পিকার এই সিদ্ধান্ত জানান সেদিন আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগই দেওয়া হয়নি মহুয়াকে। এরপরই বহিষ্কারের সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করেন কৃষ্ণনগরের সাংসদ। সেই মামলার শুনানিতে আজ নোটিশ জারি করার নির্দেশ দিল শীর্ষ আদালত (Supreme Court)।

আজ সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন হীরানন্দানিকে সংসদের লগ ইন ওটিপি দেওয়া হয়েছে বলেই জানান মহুয়া মৈত্রর আইনজীবী অভিষেক মনু সিংভি। সংসদ থেকে বহিষ্কৃত হওয়ার পরই ‘রণংদেহী’ মূর্তিতে মহুয়া ‘শ্মশানে চিতা তোলা’র হুঙ্কার দিয়েছিলেন। ন্যায় বিচার পাওয়ার এবং সঠিকভাবে শুনানি হওয়ার দাবিতে এথিক্স কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট গেছেন তিনি। এই মামলার পর্যবেক্ষণে বিচারপতি সঞ্জীব খান্না জানান বিষয়টা খুব একটা সহজ নয়। তাই চটজলদি কোন সিদ্ধান্তে আসা যাবে না। ১১ ই মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে বলে শীর্ষ আদালত সূত্রে খবর। গোটা বিষয়টি নিয়ে টুইট করেছেন মহুয়া নিজেও।

 

অন্যদিকে মহুয়ার বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেছেন জয় অনন্ত দেহদরি। পেশায় সুপ্রিম কোর্টের এই আইনজীবীকে এক্স হ্যান্ডেলে আগে ব্লক করে দিয়েছিলেন মহুয়া। এবার জয় তাঁর ফোনে আড়ি পাতার অভিযোগ তুললেন মহুয়ার বিরুদ্ধে। এখানেই শেষ নয়, বাংলার পুলিশের সাহায্য নিয়ে তৃণমূল সাংসদ এমন কাণ্ড করছেন বলে দাবি তাঁর। এতে নিরাপত্তাহীনতার অভাব বোধ করে সিবিআই-এর দ্বারস্থ হয়েছেন তিনি।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version