Saturday, January 31, 2026

ফের চিংড়িহাটা উড়ালপুলের স্বাস্থ্যপরীক্ষা! যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ পরিকল্পনা KMDA-র

Date:

Share post:

ফের চিংড়িহাটা উড়ালপুলের (Chingrihata Flyover) স্বাস্থ্য পরীক্ষার (Health Checkup) সিদ্ধান্ত নিল কেএমডিএ (KMDA)। জানা গিয়েছে, শীঘ্রই এই উড়ালপুলের ‘হেলথ মনিটরিং’ চালু হতে চলেছে। সম্প্রতি রাজ্যের সমস্ত উড়ালপুলগুলির হেলথ চেক আপের সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। সেই সময়ই সিদ্ধান্ত নেওয়া হয় কেএমডিএ-র আওতায় থাকা এই সেতুটির স্বাস্থ্য পরীক্ষাও করা হবে। এর আগে ২০১৯ সালে স্বাস্থ্য পরীক্ষার পর চিংড়িহাটা উড়ালপুল নিয়ে রিপোর্ট কিছুটা সমস্যা ধরা পড়ে। আর তারপরই সেতু পরীক্ষায় নিযুক্ত বিশেষজ্ঞ সংস্থা নিজেদের রিপোর্টে পাঁচ বছরের মধ্যে চিংড়িঘাটা উড়ালপুল ভেঙে ফেলে নতুন ভাবে তৈরি করার পরামর্শ দেয়। তবে প্রশাসনিক সূত্রে খবর আর্থিক সমস্যার কারণে প্রস্তাবিত উড়ালপুল তৈরির কাজ করা যাচ্ছে না। এমতাবস্থায় দ্বিতীয়বারের জন্য চিংড়িঘাটা ব্রিজের স্বাস্থ্যপরীক্ষার সিদ্ধান্ত হয়েছে।

কিন্তু, এখন কেমন অবস্থায় রয়েছে চিংড়িহাটা উড়ালপুল তা নিয়ে বিস্তারিত তথ্য জানার জন্য নতুন করে এই উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিদিন এই উড়ালপুলের উপর দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করে। ফলে প্রতিদিন কতটা গাড়ির ভার নিতে সক্ষম হবে এই উড়ালপুল? তা নিয়ে ওঠে একাধিক প্রশ্ন। এবার এই স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে সেই বিষয়টিই খতিয়ে দেখা হতে চলেছে। জানা গিয়েছে, এই উড়ালপুলে একটি কম্পন যন্ত্র বসানো হতে চলেছে। যা পরিমাপ করে জানাবে যে সেতুর উপর গাড়ি যাওয়ার সময় প্রতি সময়ে কতটা কম্পন অনুভূত হয়। এর জেরে কী কী সমস্যা হতে পারে? সেই প্রশ্নের উত্তরও পাওয়া যাবে স্বাস্থ্য পরীক্ষায়, জানা গিয়েছে এমনটাই।

কেএমডিএ সূত্রে খবর, বর্তমানে চিংড়িহাটা উড়ালপুলের স্বাস্থ্যের উপর নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। কোনওরকম সমস্যা দেখা দিলেই তৎক্ষনাৎ সেই বিষয়ে পদক্ষেপ করা হবে। নতুন স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সামনে আসার পর চিংড়িহাটা উড়ালপুলের স্বাস্থ্য নিয়ে বর্তমান অবস্থার কথা জানা সম্ভব হবে।

 

 

 

 

spot_img

Related articles

ধর্ম জেনে বেধড়ক মার! যোগীরাজ্যে আক্রান্ত কাশ্মীরের যুবক

বিজেপি শাসিত রাজ্যে ভয়ঙ্কর (BJP ruled state) পরিণতি নাবালকের! সংখ্যালঘু পরিচয় দিলেই যে তাঁকে আক্রমের শিকার হতে হবে...

সিঙ্গুরের জমিতে ফলছে সোনার ফসল, মুখ্যমন্ত্রীর উদ্যোগে স্বস্তিতে কৃষকরা

সিঙ্গুরের জমিতে ফলছে সোনালী ফসল। আর এতেই মুখে হাসি ফুটেছে সিঙ্গুরের(Singure) চাষিদের। সিঙ্গুরের যে সমস্ত জমি অধিগ্রহণ করেছিল...

আজকের দিনটি কোন রাশির জন্য কেমন যাবে? জেনে নিন

মেষ : বিভিন্ন সূত্রে ধনলাভ ও অর্থসঞ্চয়ের সুযোগ। তবে বাতের বেদনায় কষ্টভোগের সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে হতাশা মনঃকষ্ট বাড়াতে পারে। বৃষ...

শাহর সীমান্তে ঘুসপেটিয়াদের আশ্রয়দাতা বিজেপি নেতা! ধৃত মালদহে

রাজ্যজুড়ে ঘুসপেটিয়া শুনিয়ে শুনিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত চালাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বঙ্গ বিজেপির নেতারা। আদতে...