Wednesday, November 12, 2025

প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ড্র ভারতের

Date:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই সিরিজ ড্র ভারতের। দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ড্র করল ভারতীয় দল। কেপটাউন টেস্ট শেষ হয়ে গেল মাত্র দুই দিনেই। প্রথম দিনেই পড়েছিল ২৩টা উইকেট। আর এদিন পড়ল ১০ উইকেট। তবে এর মাঝেই অপেক্ষাকৃত ভাল বোলিং করায় এই ম্যাচ জিতে নিল টিম ইন্ডিয়া। সাত উইকেটে জয় পেল ভারত।এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজের ফলাফল ১-১। এশিয়ার প্রথম দল হিসেবে নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকাকে হারাল ভারত।দ্বিতীয় ইনিংসে দুরন্ত পারফরম্যান্স যশপ্রীত বুমরাহর। ৬ উইকেট নেন তিনই।

প্রথম ইনিংস থেকেই ভারতীয় দল এগিয়ে গিয়েছিল। দাপটের সঙ্গে বোলিং করে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৫৫ রানে অল আউট করে ভারতীয় দল। একাই ৬ উইকেট নেন মহম্মদ সিরাজ। জবাবে ব্যাট করতে নেমে খুব একটা ভাল খেলতে পারেনি ভারতীয় দল। মাত্র ১৫৩ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। একমাত্র কিছুটা হলেও রান করেন বিরাট কোহলি। প্রথম দিনেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। শেষ সেশনে ৩ উইকেট খুইয়েও বসে তারা।

ম্যাচের দ্বিতীয় দিনেই জয় তুলে নেয় ভারতীয় দল। লাঞ্চের আগে বাকি সাত উইকেট পরপর তুলে নেয় টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে মহম্মদ সিরাজের মতো দ্বিতীয় ইনিংসে যশপ্রীত বুমরা জ্বলে ওঠেন। তিনি এবার নেন ৬ উইকেট। ১৭৬ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। মার্করাম ১০৩ বলে ঝড়ো ১০৬ রানের ইনিংস খেলে আউট হন। দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়ে দুই ইনিংস মিলিয়ে চার উইকেট পেয়েছেন বাংলার পেসার মুকেশ কুমার।

আরও পড়ুন-এখনও ভিসা পাননি হাবাস, সুপার কাপে বাগানের দ্বায়িত্বে কে?

ভারতের সামনে ৭৫ রানের লক্ষ্য রাখে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ঝড়ো শুরু করে ভারতীয় দল। যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মা দারুণ ব্যাট করতে শুরু করেন। কার্যত টি২০-র মেজাজে দেখা যায় তাঁদের ব্যাটিং-এ। দক্ষিণ আফ্রিকার বোলারদের থিতু হতে না দিয়েই একের পর এক শট খেলতে থাকেন তাঁরা। ২৩ বলে ২৮ রান করে আউট হন জয়সওয়াল। ১০ রান করে আউট হন শুভমন গিল। শেষ দিকে বিরাট কোহলি আউট হলেও জিততে সমস্যা হয়নি। ২২ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন রোহিত শর্মা। ১২ রান করেন কোহলি।

Related articles

আগামী বছর জাপানে যাবেন: ডিলিট সম্মান প্রদান অনুষ্ঠানে বাংলা-জাপান সুসম্পর্কের কথা তুলে ধরে জানালেন মুখ্যমন্ত্রী

আগামী বছর জাপানে যাবেন। বুধবার, ধনধান্য স্টেডিয়ামে জাপানের (Japan) ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের (Okayama University) তরফে সাম্মানিক ডিলিট প্রদান অনুষ্ঠানে...

ইউনুসের আমলে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট বাংলাদেশের! দেশে ফেরা নিয়ে কী বললেন হাসিনা

ফের বাংলাদেশের ইউনুস সরকারের বিরুদ্ধে মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনও ভারতেই রয়েছেন তিনি। নিজের দেশ, বাংলাদেশে...

দেশে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে ফাজিল! ফলপ্রকাশের পরে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম মাদ্রাসার দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছে সেমেস্টার পদ্ধতিতে। উচ্চ মাধ্যমিকের মতো মাদ্রাসার ফাজিল ২০২৬-এর পরীক্ষা...

অর্পিতার সঙ্গে সম্পর্ক কী, কাদের নিয়ে পরিবার? খোলাখুলি উত্তর পার্থর

শিক্ষক নিয়োগ মামলায় তাঁর গ্রেফতার হওয়ার পরেই গ্রেফতার হন তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukharjee)। জামিন পেয়ে বাড়ি...
Exit mobile version