Thursday, August 21, 2025

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই সিরিজ ড্র ভারতের। দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ড্র করল ভারতীয় দল। কেপটাউন টেস্ট শেষ হয়ে গেল মাত্র দুই দিনেই। প্রথম দিনেই পড়েছিল ২৩টা উইকেট। আর এদিন পড়ল ১০ উইকেট। তবে এর মাঝেই অপেক্ষাকৃত ভাল বোলিং করায় এই ম্যাচ জিতে নিল টিম ইন্ডিয়া। সাত উইকেটে জয় পেল ভারত।এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজের ফলাফল ১-১। এশিয়ার প্রথম দল হিসেবে নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকাকে হারাল ভারত।দ্বিতীয় ইনিংসে দুরন্ত পারফরম্যান্স যশপ্রীত বুমরাহর। ৬ উইকেট নেন তিনই।

প্রথম ইনিংস থেকেই ভারতীয় দল এগিয়ে গিয়েছিল। দাপটের সঙ্গে বোলিং করে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৫৫ রানে অল আউট করে ভারতীয় দল। একাই ৬ উইকেট নেন মহম্মদ সিরাজ। জবাবে ব্যাট করতে নেমে খুব একটা ভাল খেলতে পারেনি ভারতীয় দল। মাত্র ১৫৩ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। একমাত্র কিছুটা হলেও রান করেন বিরাট কোহলি। প্রথম দিনেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। শেষ সেশনে ৩ উইকেট খুইয়েও বসে তারা।

ম্যাচের দ্বিতীয় দিনেই জয় তুলে নেয় ভারতীয় দল। লাঞ্চের আগে বাকি সাত উইকেট পরপর তুলে নেয় টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে মহম্মদ সিরাজের মতো দ্বিতীয় ইনিংসে যশপ্রীত বুমরা জ্বলে ওঠেন। তিনি এবার নেন ৬ উইকেট। ১৭৬ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। মার্করাম ১০৩ বলে ঝড়ো ১০৬ রানের ইনিংস খেলে আউট হন। দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়ে দুই ইনিংস মিলিয়ে চার উইকেট পেয়েছেন বাংলার পেসার মুকেশ কুমার।

আরও পড়ুন-এখনও ভিসা পাননি হাবাস, সুপার কাপে বাগানের দ্বায়িত্বে কে?

ভারতের সামনে ৭৫ রানের লক্ষ্য রাখে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ঝড়ো শুরু করে ভারতীয় দল। যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মা দারুণ ব্যাট করতে শুরু করেন। কার্যত টি২০-র মেজাজে দেখা যায় তাঁদের ব্যাটিং-এ। দক্ষিণ আফ্রিকার বোলারদের থিতু হতে না দিয়েই একের পর এক শট খেলতে থাকেন তাঁরা। ২৩ বলে ২৮ রান করে আউট হন জয়সওয়াল। ১০ রান করে আউট হন শুভমন গিল। শেষ দিকে বিরাট কোহলি আউট হলেও জিততে সমস্যা হয়নি। ২২ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন রোহিত শর্মা। ১২ রান করেন কোহলি।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version