Saturday, January 3, 2026

‘পারিয়া’র জন্য নিজেকে বদলেছেন বিক্রম, সিনেমা তৈরীর অনুভূতি নিয়ে অকপট তথাগত!

Date:

Share post:

মানুষের কথা বলার জন্য প্রত্যেকদিন অনেকগুলো গল্প লেখা হয়। কিন্তু পশুদের কথা বলতে পারার সাহস দেখান কজন? সেই তালিকায় টলিউডের (Tollywood ) উজ্জল নাম তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee)। কুকুরদের নিয়ে সিনেমা করার ভাবনা বরাবরই তাঁর মাথায় ছিল। কিন্তু বাজেট থেকে শুরু করে পারিপার্শ্বিক সমস্যার কারণে হয়তো সেটা সম্পূর্ণ করা সম্ভব ছিল না। কিন্তু অবলা এই প্রভুভক্তদের প্রতি মানুষের অনুভূতির কথা তুলে ধরতে ‘পারিয়া’ (Pariah) তৈরি করলেন তথাগত। আর এই সিনেমার জন্য নিজেকে যেভাবে পাল্টে ফেলেছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) তাকে কুর্নিশ জানালেন পরিচালক।

বদলে গিয়ে বদলা নেবেন বিক্রম! বুধবার নিজের সমাজমাধ্যমে ‘পারিয়া’র টিজার পোস্ট করেন বিক্রম চট্টোপাধ্যায়। সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘বঞ্চিতদের লড়াইয়ের ইতিহাস সবসময় রক্ত দিয়েই লেখা হয়’। আগামী মাসেই মুক্তি পাবে ‘পারিয়া’। পথকুকুরদের নিয়ে অন্য এক গল্প বলবে তথাগতর এই ছবি। ছ মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন অভিনেতা ও পরিচালক। তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee) বলছেন বিক্রম যতটা খেটেছেন, তাঁর চেনা অভিনেতাদের মধ্যে তা আর কেউ করতে পারতেন না। চরিত্রটার জন্য বিক্রমকে ছ’মাস সময় দিতে হয়। ফিজিক্যাল ট্রান্সফরমেশন, ওয়ার্কশপ করে নিজেকে তৈরি করেছেন ‘তানসেনের তানপুরা’ খ্যাত অভিনেতা। ছোটপর্দা থেকে ওয়েব সিরিজ সবেতেই অনবদ্য বিক্রম। এই সিনেমার জন্য চেহারার যে বিপুল পরিবর্তন করেছেন অভিনেতা, তা ফার্স্ট লুকে স্পষ্ট। নবারুণ ভট্টাচার্যের ‘লুব্ধক’ পড়ার পর থেকেই কুকুরদের নিয়ে ছবি করার ইচ্ছে হয় পরিচালকের। এরপর কুকুরদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরতে চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়। অ্যাকশন ছবির মধ্যেও ভীষণ চেনা অথচ প্রত্যেকদিন এড়িয়ে যাওয়া এক ইমোশনের গল্প বলবে ‘পারিয়া’। এই ছবির নায়িকা অঙ্গনা রায় (Angana Roy)। এছাড়াও তপতী মুন্সি, শ্রীলেখা মিত্র, অম্বরীশ ভট্টাচার্য, লোকনাথ দে রয়েছেন বিভিন্ন চরিত্রে। নতুন বছরের ভালবাসার মাসেই মুক্তি পাবে এই ছবি।

spot_img

Related articles

শপথ নিয়েই কাজে মামদানি: নিউইয়র্কবাসীর জন্য সুলভ ঘর তুলে দিতে পদক্ষেপ

নিউইয়র্ক শহর সাধারণ মানুষের বাসযোগ্য করার শপথ নিয়েছিলেন নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। শপথ গ্রহণেও তারই ইঙ্গিত রেখেছিলেন তিনি।...

অভিনব উদ্যোগ: সরাসরি চা বাগানের শ্রমিকদের অভাব-অভিযোগ শুনবেন অভিষেক, চলছে ফর্ম Fill-up

বিধানসভা নির্বাচনের আগে সারাবাংলা চষে ফেলছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। আজ আলিপুরদুয়ার (Alipurduwer)...

হোটেলের ঘরে হলিউড তারকা জোন্সকন্যার দেহ উদ্ধার! মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

সান ফ্রান্সিসকোর হোটেল রুমে 'মেন ইন ব্ল্যাক ২' সিনেমার অভিনেত্রী ভিক্টোরিয়া জোন্সের (Victoria Jones) রহস্যমৃত্যু। শুক্রবার ভোররাতে হলিউড...

তিনদিনের লড়াই শেষ: বাংলাদেশে মৃত্যু গায়ে আগুন লাগিয়ে দেওয়া ব্যবসায়ীর

শেষ পর্যন্ত মৃত্যু হল বাংলাদেশের ব্যবসায়ী খোকন দাসের। ছুরি দিয়ে কুপিয়ে তারপর গায়ে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় ফের...