প্রোটিয়াদের বিরুদ্ধে ৬ উইকেট নিয়ে কী বললেন সিরাজ?

ম্যাচের পর সিরাজ বলেন, “আগের ম্যাচে কোথায় কোথায় ভুল করেছিলাম সেটা বুঝতে পেরেছি। সেই মতো নিজের পরিকল্পনা কাজে লাগিয়েছি। চেয়েছি একটা জায়গায় বল করে যেতে। সেটারই পুরস্কার পেয়েছি। এই পিচ অনেকটা সেঞ্চুরিয়নের মতোই।

দক্ষিন আফ্রিকা বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ইনিংসে দুরন্ত বোলিং করেন মহম্মদ সিরাজ। একাই নেন ৬উইকেট। আর দলের হয়ে এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত তিনি। বললেন, স্বপ্নের মতো।

ম্যাচের পর সিরাজ বলেন, “আগের ম্যাচে কোথায় কোথায় ভুল করেছিলাম সেটা বুঝতে পেরেছি। সেই মতো নিজের পরিকল্পনা কাজে লাগিয়েছি। চেয়েছি একটা জায়গায় বল করে যেতে। সেটারই পুরস্কার পেয়েছি। এই পিচ অনেকটা সেঞ্চুরিয়নের মতোই। আমি আর বুমরাহ জুটিতে বল করেছি এবং প্রচুর মেডেন দিয়েছি। আগের ম্যাচের থেকে অনেক বেশি মেডেন হয়েছে। যে কোনও টেস্টেই পরপর মেডেন হতে থাকলে ব্যাটারদের পক্ষে বেশ চাপ হয়ে যায়।”

এরপর সিরাজ আরও বলেন, “আপনি যদি নির্দিষ্ট লাইনে বল করে যান তাহলে উইকেট আপনিই আসবে। খুব বেশি বৈচিত্র দেখাতে গেলে আপনি নিজেই ধন্দে পড়ে যাবেন।” সিরাজ ধন্যবাদ জানিয়েছেন কেএল রাহুল এবং যশপ্রীত বুমরাহকে। তিনি বলেন, “কোনও সিনিয়র বোলার বা উইকেটকিপার যদি আপনাকে বলে দেয় কোনটা সঠিক লেংথ, তাহলে কাজ অনেকটা সহজ হয়ে যায়।”

আরও পড়ুন-টি-২০ বিশ্বকাপে এইদিন হতে পারে ভারত-পাক মহারণ, ফাইনাল এত তারিখঃ সূত্র