Friday, November 14, 2025

গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন ঐশ্বর্য, বিবাহবিচ্ছেদের জল্পনার মাঝেই অকপট অভিষেক

Date:

Share post:

অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনকে (Abhishek Bachchan and Aishwarya Rai Bachchan) নিয়ে আলোচনা,সমালোচনা, জল্পনা এবং গুজবের শেষ নেই। বলিউডের (Bollywood) অত্যন্ত চর্চিত এই দম্পতির বিবাহবিচ্ছেদ নিয়ে ক্রমাগত ধোঁয়াশা বাড়ছে। চারিদিকে নানা কথা শোনা গেলেও অভিষেক কিংবা ঐশ্বর্য কেউই প্রকাশ্যে এই নিয়ে একটি শব্দও খরচ করেননি। ঠিক যে সময় মনে করা হচ্ছিল দুজনের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে ঠিক তখনই আবার কন্যা আরাধ্যার (Aradhya Bachchan) স্কুলের অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় তাঁদের। একদিকে যুগলের আলাদা হওয়ার কথা সকলেই জেনে গেছেন, বিয়ের আংটি খুলে ফেলেছেন তাঁরা, এমনকি বচ্চন পরিবারের অনুষ্ঠানে সেভাবে ঐশ্বর্য এবং আরাধ্যাকে দেখাও যাচ্ছে না। আবার কখনও অমিতাভ নাতনির জন্মদিনে পুরো পরিবার এক ফ্রেমে বন্দি তো, কখনও মেয়ের স্কুলে হাসিমুখে হাজির অভিষেক-ঐশ্বর্য! সমালোচক থেকে মিডিয়া কেউই বুঝে উঠতে পারছে না যে এখন ঠিক কোন সম্পর্কের মধ্যে দিয়ে যাচ্ছেন বলিউডের তারকা জুটি। অথচ নির্বাক অভিষেক- ঐশ্বর্য (Abhishek Bachchan and Aishwarya Rai Bachchan) । এতটা নিরুত্তাপ থাকা কী ভাবে সম্ভব? আসল কারণ ফাঁস করলেন অমিতাভ পুত্র।

বিবাহ-বিচ্ছেদের গুজব নিয়ে যতই লেখালেখি হোক না কেন কখনই অভিষেক বা ঐশ্বর্য এই নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেননি। সম্প্রতি জুনিয়র বচ্চন এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে এই ধরনের পরিস্থিতি মোকাবেলা কী করে করতে হয়, সেটা তিনি ঐশ্বর্যের কাছ থেকেই শিখেছেন। প্রাক্তন বিশ্ব সুন্দরী মনে করেন যে সমালোচনা বা নেগেটিভ মন্তব্য, প্রিয়জনের থেকে পাওয়া ভালবাসা এবং প্রশংসার তুলনায় খুবই কম শক্তিশালী। তাই গুজবকে পাত্তা না দিয়ে জীবনের ইতিবাচক দিকে মনোনিবেশ করা দরকার। অভিষেক জানান, যে ঐশ্বর্য সবসময় সামনের দিকে এগিয়ে চলার কথা বলেন। এই সাক্ষাৎকার প্রকাশ্যে পর থেকে ফের জল্পনা তৈরি হয়েছে। নিজের স্ত্রীর কথা অক্ষরে অক্ষরে আজও পালন করে চলেছেন অভিষেক। তাহলে কি দূরত্ব বেড়ে যাওয়া নিয়ে যে এত কাণ্ড সবটাই লোক দেখানো কিংবা খবরে ভেসে থাকার চেষ্টা? সম্প্রতি ধুম (Dhoom) অভিনেতা একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে তিনি লেখেন যে আপনি যদি হাজার হাজার মানুষের সামনে ভাল ও সুন্দর থাকতে চান তাহলে আপনাকেও কারোর সামনে হাজার হাজার ভাল ও সঠিক কাজ করতে হবে। যদিও কাকে উদ্দেশ্য করে এই উক্তিটি শেয়ার করেছেন অভিষেক তা স্পষ্ট নয়।

spot_img

Related articles

কোন মন্ত্রে বোলিংয়ে দাপট? ‘ফাইভস্টার’ বুমরাহের উত্তর অনুপ্রাণিত করবে আপনাকেও

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই জসপ্রীত বুমরাহের (Jaspreet Bumrah )ওয়ার্কলোড নিয়ে অনেক কথা হতে শুরু করে।ইংল্যান্ড সফরে সব ম্যাচ...

নিখোঁজ বালকের কম্বল চাপা দেহ প্রতিবেশীর বন্ধ ঘরে! চাঞ্চল্য আরামবাগে

বৃহস্পতিবার থেকে নিখোঁজ বালকের দেহ শুক্রবার সকালে মিলল প্রতিবেশীর তালাবন্ধ বাড়িতে। ঘটনায় চাঞ্চল্য হুগলির (Hoogli) আরামবাগের (Arambag) মায়াপুর...

আইপিএলে দলবদল! নিজামের ডেরা থেকে নবাবের শহরে শামি?

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই চর্চায় আইপিএল(IPL)। শনিবারই রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে শনিবার বিকেলে চমকের...

মমতার পথে হেঁটেই নীতীশের জয়! কী বলছে রাজনৈতিক মহল

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পথ ধরেই বিহারে নীতীশ কুমারের (Nitish Kumar) সাফল্য। বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারকে নকল...