Friday, August 22, 2025

অনুমতি ছাড়া ধর্মতলা ঢুকলে ‘বাতিল’ বাস-পারমিট, নির্দেশ আদালতের

Date:

কলকাতা শহরের কেন্দ্রবিন্দু এসপ্লানেড সেন্ট্রাল বাস টার্মিনাস (Esplanade-Central Bus Terminus) এলাকায় বিভিন্ন জেলা ও শহরতলি থেকে যে সব বাস আসে তাদের সঠিক পারমিট না থাকলে এবার সেই বাসের পারমিট পুরোপুরি বাতিল (cancellation) করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রীতিমত মাঠে নেমে বাসের পারমিট পরীক্ষা করার নির্দেশ দেওয়া হল রাজ্য পরিবহন দফতর ও কলকাতা পুলিশকে।

পুরোনো একটি মামলার প্রেক্ষিতে রাজ্য সরকার আগেই ধর্মতলা বাসস্ট্যান্ডে বাস ঢোকার ওপর শর্ত লাগু করে। জেলা বা শহরতলি থেকে ধর্মতলা বাসস্ট্যান্ডে বাস এনে শহিদ মিনারের পাদদেশ থেকে ছাড়ার ক্ষেত্রে থাকতে হবে রাজ্য পরিবহন দফতরের (state transport department) নির্দিষ্ট পারমিট। এমনকি ২০০৪ সালের পর থেকে নতুন করে পারমিট দেওয়া বন্ধও করে দেওয়া হয়। পারমিট না থাকলে কলকাতা পুলিশের সহযোগিতায় জরিমানা আদায়ের প্রক্রিয়াও চালু রয়েছে। তারপরেও শহরের মধ্যমণি এই বাসস্ট্যান্ডে প্রতিনিয়ত এমন বহু বাস আসছে যাদের এই বাসস্ট্যান্ডে আসার অনুমতি নেই।

এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, সরকারের জরিমানা আদায়ের পরও বন্ধ করা যাচ্ছে না বাসমালিকদের বেআইনি কার্যকলাপ। ফলে আরও কড়া নির্দেশ আদালতের। সেক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়, পরিবহন দফতরের একটি প্রতিনিধি দল এই এলাকায় প্রতিটি বাসে তদন্তে নামবে। সঠিক পারমিট না থাকলে প্রথমে গাড়িটিকে আটক (detained) করা হবে। যে গাড়ি আগেও পারমিট না থাকার কারণে জরিমানা দিয়েছে বলে দেখা যাবে, সেই গাড়িকে প্রথমে শোকজ (show-cause) নোটিশ ধরানো হবে। এবং তারপর পারমিট বাতিল করার নির্দেশ দেয় হাইকোর্ট। এই গোটা প্রক্রিয়ায় পরিবহন দফতরকে সহযোগিতা করবে কলকাতা পুলিশ।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version