Saturday, November 8, 2025

দৈন্য বিজেপিকে রাজনৈতিক ফায়দা দিতে হাসপাতালে রাজ্যপাল ও বিচারপতি গাঙ্গুলি!

Date:

Share post:

রাজনৈতিকভাবে নিঃস্ব হয়ে যাওয়া রাম-বামদের ঘরে কিছুটা অক্সিজেন জোগাতে মাঠে নেমে পড়লেন খোদ দুই সাংবিধানিক প্রতিনিধি! সন্দেশখালি (Sandeshkhali) কাণ্ডে আহত ইডি আধিকারিকদের হাসপাতালে দেখতে যাওয়ার পাশাপাশি শাসকদলকে নিশানায় নিলেন রাজ্যপাল (Governor) ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। আক্রমণ শানাতে গিয়ে কার্যত নেমে এলেন রাজ্যের বিরোধী দলের এজেন্টের ভূমিকায়। দুই সাংবিধানিক প্রতিনিধির এহেন আচরণে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। শাসক দলের অভিযোগ, রাজ্যে যখন একের পর এক তৃণমূল কর্মী খুন হন তখন রাজ্যপাল কিংবা বিচারপতি এহেন ভূমিকা কখনো দেখা যায়নি। দুজন সাংবিধানিক প্রতিনিধির এই আচরণ অত্যন্ত নিন্দনীয়।

হাসপাতালে ইডি আধিকারিকদের দেখতে গিয়ে বিজেপির শেখানো বুলি শোনা যায় রাজ্যের সাংবিধানিক প্রধানের গলায়। তিনি বলেন, “এটা আমাদের প্রত্যেকের জন্য লজ্জার। যা ঘটেছে, তাতে গণতন্ত্রকে চ্যালেঞ্জ করা হয়েছে। বাংলার পাশাপাশি গণতন্ত্র আক্রান্ত হয়েছে। এই পচন আমরা থামাব”। পাশাপাশি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “আমি বিশ্বাস করি, পশ্চিমবঙ্গ সাংবিধানিক কাঠামো ভেঙে পড়েছে। এই ঘটনা গোটা দেশের কাছে বাংলাকে ছোট করেছে।” দুই সাংবিধানিক প্রধান বিরোধীদের ভাষায় রাজ্যের শাসক দল ও সরকারকে প্রশ্ন উঠছে রাজ্যে তৃণমূলের নেতা কর্মীরা যখন খুন হন আক্রান্ত হন তখন কেন এই সাংবিধানিক প্রধানরা মুখে কুলুপ এঁটে বসে থাকেন।

পাশাপাশি সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে সে প্রসঙ্গে তৃণমূলের তরফের আগেই জানানো হয়েছে, কোন এলাকা কতখানি স্পর্শ কাতর তা না জেনে, রাজ্যের প্রশাসনকে কোনও খবর না দিয়ে ইডি আধিকারিকরা ওই এলাকায় গিয়ে মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভের মুখে পড়েছেন। বিজেপির নির্দেশে ইডি তল্লাশির নামে প্ররোচনা দিতে গিয়ে এই ধরনের ঘটনা ঘটেছে। আর এই ইস্যুকে হাতিয়ার করে বিচারপতি ও রাজ্যপালের চেয়ারকে সামনে রেখে রাজনীতি করছেন অভিজিৎ গাঙ্গুলী ও সিভি আনন্দ বোস। চেষ্টা করছেন শাসক দলকে বদনাম করে বিরোধীদের হাতে রাজনীতির মোয়া তুলে দেওয়ার।

 

 

 

 

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...