খ্রি.ষ্টান সম্প্রদায়ের উপর লাগাতার অত্যাচারের প্র.তিবাদ! মোদি সরকারকে নি.শানা করে বিবৃতি জারি তৃণমূলের

সারা দেশে খ্রিষ্টান সম্প্রদায়ের (Christian Community) ওপর লাগাতার অত্যাচার এবং মনিপুর (Manipur) নিয়ে কেন্দ্রীয় সরকারের (Central Govt) নীরবতাকে কাঠগড়ায় তুলে বিবৃতি জারি করলেন তৃণমূল কংগ্রেসের (TMC) রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন (Derek Obrien)। বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, গত ২৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) দ্বারা খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের জন্য আয়োজিত মধ্যাহ্নভোজ থেকে নিজেদের বিরত রেখেছিলেন কমপক্ষে ৩২০০-এরও বেশি খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, খ্রিস্টান সম্প্রদায় দেশের স্বাধীনতা সংগ্রামের পাশাপাশি স্বাধীনতার পর থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশেষ করে শিক্ষা, চিকিৎসা, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছে। তা সত্ত্বেও ২০১৪ সাল থেকে, ভারতের খ্রিস্টান নাগরিকরা সারা দেশে শাসকদের কাছ থেকে ক্রমাগত আক্রমণ এবং অবমাননার শিকার হয়েছে বলে দাবি। পাশাপাশি সারা দেশে চার্চ খ্রিষ্টান সম্প্রদায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপর যেভাবে হামলা করা হয়েছে সে প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে।

 

 

 

Previous articleপ্রকাশিত টি-২০ বিশ্বকাপের সূচি, ৯ জুন ভারত-পাক মহারণ
Next articleদৈন্য বিজেপিকে রাজনৈতিক ফায়দা দিতে হাসপাতালে রাজ্যপাল ও বিচারপতি গাঙ্গুলি!