Monday, November 10, 2025

কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে ব্রিজভূষণ-এর ঘনিষ্ঠ সঞ্জয় সিং

Date:

এবার কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর সিদ্ধান্ত নিলেন কুস্তি ফেডারেশনের নতুন সভাপতি সঞ্জয় সিং। আর তারজন্য আদালতে যেতে চলেছে ব্রিজভূষণ শরণ সিং-এর ঘনিষ্ঠ।একই সঙ্গে কার্যকরী কমিটির বৈঠকও ডেকেছেন তাঁরা ১৬ জানুয়ারি।নবনির্বাচিত কুস্তি সংস্থার প্যানেলকে নির্বাচনের তিনদিন পরেই সাসপেন্ড করে ক্রীড়ামন্ত্রক।

এই নিয়ে সঞ্জয় সিং বলেন, “আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছি। আমরা অ্যাড-হক প্যানেল বা ক্রীড়ামন্ত্রকের সিদ্ধান্তকে মান্যতা দিচ্ছি না। ”

এদিকে, কুস্তি সংস্থার অস্থায়ী দায়িত্বে থাকা অ্যাডহক প্যানেল জানিয়েছে গতবছরের অনুর্ধ্ব-১৫ ও অনুর্ধ্ব-২০ জাতীয় চ্যাম্পিয়নশিপ চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আয়োজিত হবে। অ্যাডহক প্যানেলের প্রধান ভূপিন্দর সিং বাজওয়া বৃহস্পতিবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন। পাশাপাশি জানানো হয়েছে, ২০২৪ জাতীয় চ্যাম্পিয়নশিপ আলাদা ভাবে আয়োজিত হবে। কুস্তি সংস্থায় চলা এত দিনের অচলাবস্থার জন্য গত বছরের বয়সভিত্তিক এই চ্যাম্পিয়নশিপ আয়োজন করা যায়নি। যাতে সমস্যায় পড়েন বহু কুস্তিগির।

গত ২১ ডিসেম্বর সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হন সঞ্জয় সিং, যিনি যৌন হেনস্তায় অভিযুক্ত প্রাক্তন ফেডারেশন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ।কিন্তু সেই নির্বাচনের তিনদিন পরেই নির্বাচিত নতুন কমিটিকে সাসপেন্ড করে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।নির্বাচিত কমিটিকে সাসপেন্ড করে ক্রীড়া মন্ত্রক ভূপেন্দর সিং বাজওয়াকে চেয়ারম্যান করে অ্যাড-হক কমিটি তৈরি করে। আপাতত সেই কমিটিই ফেডারেশনের দায়িত্ব সামলাচ্ছে। আর দায়িত্ব নিয়েই ফেব্রুয়ারির শুরুতে জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চলেছে এই কমিটি। কিন্তু এই নতুন কমিটিকে স্বীকৃতি দিতে চান না সঞ্জয় সিং। সেই কারণে আগামী ১৬ জানুয়ারি ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠকও ডেকেছে সাসপেন্ড হওয়া কমিটি।

আরও পড়ুন-অবশেষে হারিয়ে যাওয়া টুপি ফিরে পেলেন ওয়ার্নার, সোশ্যাল মিডিয়ায় দিলেন বিরাট বার্তা

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version