Thursday, August 21, 2025

কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে ব্রিজভূষণ-এর ঘনিষ্ঠ সঞ্জয় সিং

Date:

এবার কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর সিদ্ধান্ত নিলেন কুস্তি ফেডারেশনের নতুন সভাপতি সঞ্জয় সিং। আর তারজন্য আদালতে যেতে চলেছে ব্রিজভূষণ শরণ সিং-এর ঘনিষ্ঠ।একই সঙ্গে কার্যকরী কমিটির বৈঠকও ডেকেছেন তাঁরা ১৬ জানুয়ারি।নবনির্বাচিত কুস্তি সংস্থার প্যানেলকে নির্বাচনের তিনদিন পরেই সাসপেন্ড করে ক্রীড়ামন্ত্রক।

এই নিয়ে সঞ্জয় সিং বলেন, “আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছি। আমরা অ্যাড-হক প্যানেল বা ক্রীড়ামন্ত্রকের সিদ্ধান্তকে মান্যতা দিচ্ছি না। ”

এদিকে, কুস্তি সংস্থার অস্থায়ী দায়িত্বে থাকা অ্যাডহক প্যানেল জানিয়েছে গতবছরের অনুর্ধ্ব-১৫ ও অনুর্ধ্ব-২০ জাতীয় চ্যাম্পিয়নশিপ চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আয়োজিত হবে। অ্যাডহক প্যানেলের প্রধান ভূপিন্দর সিং বাজওয়া বৃহস্পতিবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন। পাশাপাশি জানানো হয়েছে, ২০২৪ জাতীয় চ্যাম্পিয়নশিপ আলাদা ভাবে আয়োজিত হবে। কুস্তি সংস্থায় চলা এত দিনের অচলাবস্থার জন্য গত বছরের বয়সভিত্তিক এই চ্যাম্পিয়নশিপ আয়োজন করা যায়নি। যাতে সমস্যায় পড়েন বহু কুস্তিগির।

গত ২১ ডিসেম্বর সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হন সঞ্জয় সিং, যিনি যৌন হেনস্তায় অভিযুক্ত প্রাক্তন ফেডারেশন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ।কিন্তু সেই নির্বাচনের তিনদিন পরেই নির্বাচিত নতুন কমিটিকে সাসপেন্ড করে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।নির্বাচিত কমিটিকে সাসপেন্ড করে ক্রীড়া মন্ত্রক ভূপেন্দর সিং বাজওয়াকে চেয়ারম্যান করে অ্যাড-হক কমিটি তৈরি করে। আপাতত সেই কমিটিই ফেডারেশনের দায়িত্ব সামলাচ্ছে। আর দায়িত্ব নিয়েই ফেব্রুয়ারির শুরুতে জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চলেছে এই কমিটি। কিন্তু এই নতুন কমিটিকে স্বীকৃতি দিতে চান না সঞ্জয় সিং। সেই কারণে আগামী ১৬ জানুয়ারি ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠকও ডেকেছে সাসপেন্ড হওয়া কমিটি।

আরও পড়ুন-অবশেষে হারিয়ে যাওয়া টুপি ফিরে পেলেন ওয়ার্নার, সোশ্যাল মিডিয়ায় দিলেন বিরাট বার্তা

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version