Sunday, January 11, 2026

জেলবন্দি সঞ্জয় সিংকে ফের রাজ্যসভায় পাঠাচ্ছে আপ, নতুন মুখ স্বাতী মালিওয়াল

Date:

Share post:

জেলবন্দি সঞ্জয় সিংকে ফের রাজ্যসভায় মনোয়ন দিল আম আদমি পার্টি। সেই সঙ্গে টিকিট দেওয়া হয়েছে দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়ালকেও। আবগারি দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে ২০২৩ এর অক্টোবরে তাকে গ্রেপ্তার করে ইডি। দিল্লি আদালত জেলবন্দি আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিংকে রাজ্যসভার মনোনয়ন জমা দেওয়ার অনুমতি দিয়েছে।

২৭ জানুয়ারি সাংসদ হিসাবে মেয়াদ শেষ হচ্ছে সঞ্জয় সিংয়ের। এই পরিস্থিতিতে আপের তরফে তাঁকে ফের রাজ্যসভায় পাঠানোর সিদ্ধাত নেওয়া হলে, মননয়ন জমা দিতে দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টের দ্বারস্থ হন সঞ্জয়। ১৯ জানুয়ারি হতে চলা রাজ্যসভা নির্বাচনে সঞ্জয়কে মনোনয়ন জমা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে আদালতের তরফে। বিশেষ বিচারক এম কে নাগপাল সঞ্জয় সিংয়ের দায়ের করা এই মামলার শুনানিতে বলেন, জেলবন্দি থাকলেও মনোনয়ন জমা দেওয়ার সমস্ত ফর্ম ও নথিপত্রে সই করতে পারবেন আপ সাংসদ। আধঘণ্টার জন্য নির্বাচনী পরামর্শদাতাদের সঙ্গে দেখাও করতে পারেন তিনি। আগামী ৯ জানুয়ারির মধ্যে মনোনয়ন প্রক্রিয়া শেষ করতে হবে প্রার্থীদের। অন্যদিকে, সঞ্জয় সিংয়ের পাশাপাশি রাজ্যসভার সাংসদ হিসাবে মনোয়ন দেওয়া হয়েছে স্বাতী মালিওয়ালকে। রাজনীতির ময়দানে এই প্রথমবার পা রাখতে চলেছেন দিল্লি মহিলা কমিশনের প্রধান।

উল্লেখ্য, চলতি বছরের লোকসভা নির্বাচনের আগেই রাজ্যসভার মোট ৬৮ জন সাংসদের মেয়াদ সম্পূর্ণ হচ্ছে। যার মধ্যে ৬০ জনই বিজেপির সাংসদ। এঁদের মধ্যে আবার বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীও রয়েছেন । এছাড়াও আপ, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস থেকে জেডি(ইউ), আরজেডি, বিআরএস, সিপিআই (এম) সাংসদও রয়েছেন। এঁদের মধ্যে ৪ জন তৃণমূল সাংসদের মেয়াদও সম্পূর্ণ হচ্ছে। ৪ তৃণমূল সাংসদের মধ্যে আবীর রঞ্জন বিশ্বাস, শুভাশিস চক্রবর্তী, মহম্মদ নাদিমুল হক ও শান্তনু সেন রয়েছেন। মেয়াদ শেষ হচ্ছে কংগ্রেসের অভিষেক মনু সিংভিরও ।

spot_img

Related articles

‘হামলার’ প্রতিবাদে পথে শুভেন্দু: ‘জয় বাংলা’ স্লোগানে চিত্ত চাঞ্চল্য, কটাক্ষ তৃণমূলের

চন্দ্রকোনায় শনিবার রাতে এক নাটকীয় চিত্রনাট্য রচনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ইস্যুকে হাতিয়ার করে কলকাতা শহরে...

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...