Thursday, August 21, 2025

ভবিষ্যৎ ক্রেডিট কার্ড-সহ একাধিক প্রকল্পে জোর! নবান্নে পর্যালোচনা বৈঠক মুখ্যসচিবের

Date:

Share post:

রাজ্যের তিনটি জনপ্রিয় প্রকল্পের হাল হকিকত জানতে নবান্নে (Nabanna) পর্যালোচনা বৈঠক। শনিবার মুখ্যসচিব (Chief Secretary) ভগবতী প্রসাদ গোপালিকার নেতৃত্বে এদিনের বৈঠকে ভবিষ্যত ক্রেডিট কার্ড (Future Credit Card), স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) ও কৃষকদের ঋনদান সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। মুখ্যসচিব ছাড়াও শনিবারের বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার জেলাশাসক, ব্যাঙ্ক আধিকারিক ও বিভিন্ন দফতরের সচিবরা। এদিনের বৈঠক থেকে ভবিষ্যত ক্রেডিট কার্ড ও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে আরও বেশি করে পড়ুয়াদের পাশাপাশি যুব সম্প্রদায়কে ঋন দেওয়া সুনিশ্চিত করতে বিভিন্ন আধিকারিকদের মুখ্যসচিব নির্দেশ দেন বলে নবান্ন সূত্রে খবর।

রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত ভবিষ্যত ক্রেডিট কার্ড প্রকল্পে লাভবান হচ্ছেন যুব সম্প্রদায়। সেকারণেই এই প্রকল্পের গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের কাছে ব্যাপক সাড়া ফেলেছে। যুব প্রজন্মকে নিজস্ব ব্যবসার মাধ্যমে স্বনির্ভর হওয়ার সুযোগ করে দিতে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প চালু হয় গত বছরের ১ এপ্রিল। তবে চলতি অর্থবর্ষে ইতিমধ্যে দু’লক্ষ মানুষকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এই কার্ড বাবদ প্রত্যেকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা ভর্তুকি পাবেন। সূত্রের খবর, প্রকল্প বাস্তবায়িত করতে সাড়ে তিনশো কোটি টাকার বাজেট বরাদ্দ রেখেছে অর্থ দফতর। উল্লেখ্য, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে আগেই তরুণ প্রজন্মের সামনে উচ্চশিক্ষার নতুন দরজা খুলে দিয়েছে রাজ্য সরকার। এবার তাদের নিজের পায়ে দাঁড়িয়ে উজ্বল ভবিষ্যতের পথ প্রশস্ত করতে শুরু হচ্ছে ভবিষ্যত প্রকল্প।

রাজ্যের ১৮ থেকে ৪৫ বছর বয়সী যুবক যুবতীদের ব্যবসা করে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিতে ২০২৩-২৪ আর্থিক বছরের রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড  চালুর কথা ঘোষণা করেন। ১৮-৪৫ বছর বয়সি বেকার যুবক-যুবতীরা এই কার্ডের মধ্যমে ব্যবসা করার জন্য ঋণের আবেদন জানাতে পারবেন। আবেদন গৃহীত হলে আবেদনকারীরা সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন। ১৫ শতাংশ পর্যন্ত গ্যারান্টির পাশাপাশি সেই ঋণের ওপর রাজ্য সরকার প্রত্যেক ঋণগ্রহীতাকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি প্রদান করবে।

 

 

 

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...