সামনেই টি-২০ বিশ্বকাপ, তার আগে রোহিত-বিরাটের প্রশংসায় সুনিল গাভাস্কর

চলতি বছরই টি-২০ বিশ্বকাপ। তার আগে ভারতের দুই ক্রিকেটারের কথা উঠে এল ভারতের প্রাক্তন ক্রিকেটারের মুখে। গাভাস্করের মতে, এই বয়সেও বিরাট ও রোহিত যে মানের ফিল্ডিং করেন তা এক কথায় অসাধারণ।

সামনেই টি-২০ বিশ্বকাপ। তার আগে ফের চর্চায় রোহিত শর্মা-বিরাট কোহলি। বলা ভালো এই দুই ক্রিকেটারের প্রশংসায় মাতলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনিল গাভাস্কর। বিরাট কোহলি ও রোহিত শর্মার অন্য এক গুনে মুগ্ধ গাভাস্কর। চলতি বছরই টি-২০ বিশ্বকাপ। তার আগে ভারতের দুই ক্রিকেটারের কথা উঠে এল ভারতের প্রাক্তন ক্রিকেটারের মুখে। গাভাস্করের মতে, এই বয়সেও বিরাট ও রোহিত যে মানের ফিল্ডিং করেন তা এক কথায় অসাধারণ।

এই নিয়ে গাভস্কর বলেন, ‘‘গত দেড় বছরে ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন বিরাট। বিশ্বকাপে ৭৫০ রান করেছে। তিনটে শতরান করেছে। ওর ব্যাটিং নিয়ে কোনও প্রশ্ন নেই। কিন্তু আমাকে যেটা আরও মুগ্ধ করেছে তা হল বিরাটের ফিল্ডিং।’’রোহিতের প্রসঙ্গে গাভাস্কর বলেন, ‘‘বিরাটের পাশাপাশি রোহিতও দুর্দান্ত ফিল্ডার। এই বয়সে মাঠে ওরা যে ভাবে শরীর ছুড়ে দেয় তা বাকিদের শেখা উচিত। ভাল ফিল্ডার সব সময় দলের কাজে আসে।’’

আরও পড়ুন-প্রথম ইনিংসে ৪০৯ রান বাংলার, ২৯০ রানে পিছিয়ে অন্ধ্রপ্রদেশ


Previous article‘শান্তিরক্ষা’ বড় চ্যালেঞ্জ! বাংলাদেশ নির্বাচনে নজরে একাধিক তারকা, রবিতেই ভাগ্য নির্ধারণ
Next articleভবিষ্যৎ ক্রেডিট কার্ড-সহ একাধিক প্রকল্পে জোর! নবান্নে পর্যালোচনা বৈঠক মুখ্যসচিবের