Sunday, August 24, 2025

শাহজাহানের খোঁজে লুকআউট নোটিশ কেন্দ্রের! জানিয়ে এলে গোলমাল হত না, মত কুণালের

Date:

তদন্তে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে। এবার সন্দেশখালিতে শাহজাহান শেখের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করল কেন্দ্র (Centre)। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) সূত্রে খবর, শাহজাহানের খোঁজে আইবি ও বিএসএফের সাহায্য নেওয়া হচ্ছে। উত্তর ২৪ পরগনার সীমান্ত সংলগ্ন এলাকায় বিএসএফকে সতর্ক করা হয়েছে। শাহজাহান বাংলাদেশে পালিয়ে যেতে পারেন বলে অনুমান কেন্দ্রীয় সংস্থার। BSF-এর পাশাপাশি বিমানবন্দর কর্তৃপক্ষকেও সজাগ থাকতে বলা হয়েছে। রাজ্যকে জানিয়ে এলেই কোনও গোলমাল হত না- মত তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh)।

রেশন মামলার তদন্তে শুক্রবার শাহজাহানের বাড়ি যায় ইডির (ED) পাঁচ সদস্যের দল। তবে, রাজ্য প্রশাসনকে কিছুই জানায়নি তারা। ফলে সরবেড়িয়ায় শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকেরা পৌঁছনোর আগেই তাঁদের বাধা দেন গ্রামবাসীরা। বাড়ির সামনে গিয়ে শাহজাহানকে ডাকাডাকি করে সাড়া না মেলায় দরজা ভাঙার চেষ্টা করেন আধিকারিকরা। তাঁদের বাধা দিলে স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তি বাধে। সরিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীকেও। তাঁদের মারধর করা হয় বলেও অভিযোগ। ভাঙচুর করা হয় ইডি-র গাড়ি। ইডি আধিকারিকরা ফিরে আসেন। অভিযোগ, সেই সময়েই ৩ ইডি আধিকারিক আহত হন। শাহজাহানকে আর খুঁজে পাওয়া যায়নি বলে ইডি-র অভিযোগ।

তৃণমলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানান, তিনি শুনেছেন, শাহজাহানকে ৪৮ ঘণ্টার মধ্যে ইডির হাতে তুলে দিতে হবে বলে রাজ্যকে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। এটা আগে করলেই এই গোলমাল হত না বলে মত কুণালের।

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...
Exit mobile version