Sunday, November 9, 2025

শাহজাহানের খোঁজে লুকআউট নোটিশ কেন্দ্রের! জানিয়ে এলে গোলমাল হত না, মত কুণালের

Date:

তদন্তে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে। এবার সন্দেশখালিতে শাহজাহান শেখের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করল কেন্দ্র (Centre)। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) সূত্রে খবর, শাহজাহানের খোঁজে আইবি ও বিএসএফের সাহায্য নেওয়া হচ্ছে। উত্তর ২৪ পরগনার সীমান্ত সংলগ্ন এলাকায় বিএসএফকে সতর্ক করা হয়েছে। শাহজাহান বাংলাদেশে পালিয়ে যেতে পারেন বলে অনুমান কেন্দ্রীয় সংস্থার। BSF-এর পাশাপাশি বিমানবন্দর কর্তৃপক্ষকেও সজাগ থাকতে বলা হয়েছে। রাজ্যকে জানিয়ে এলেই কোনও গোলমাল হত না- মত তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh)।

রেশন মামলার তদন্তে শুক্রবার শাহজাহানের বাড়ি যায় ইডির (ED) পাঁচ সদস্যের দল। তবে, রাজ্য প্রশাসনকে কিছুই জানায়নি তারা। ফলে সরবেড়িয়ায় শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকেরা পৌঁছনোর আগেই তাঁদের বাধা দেন গ্রামবাসীরা। বাড়ির সামনে গিয়ে শাহজাহানকে ডাকাডাকি করে সাড়া না মেলায় দরজা ভাঙার চেষ্টা করেন আধিকারিকরা। তাঁদের বাধা দিলে স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তি বাধে। সরিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীকেও। তাঁদের মারধর করা হয় বলেও অভিযোগ। ভাঙচুর করা হয় ইডি-র গাড়ি। ইডি আধিকারিকরা ফিরে আসেন। অভিযোগ, সেই সময়েই ৩ ইডি আধিকারিক আহত হন। শাহজাহানকে আর খুঁজে পাওয়া যায়নি বলে ইডি-র অভিযোগ।

তৃণমলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানান, তিনি শুনেছেন, শাহজাহানকে ৪৮ ঘণ্টার মধ্যে ইডির হাতে তুলে দিতে হবে বলে রাজ্যকে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। এটা আগে করলেই এই গোলমাল হত না বলে মত কুণালের।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version