Friday, November 7, 2025

ব়্যাম্পে জ্যোৎস্না মাণ্ডি, মন্ত্রীর ভাবনায় ‘অন্য’ রঙ লাগলো উৎসবে

Date:

আগেও হয়েছে এই মেলা। আগেও তুলে ধরা হয়েছে আদিবাসী সংস্কৃতির নিদর্শনগুলি। কিন্তু আদিবাসী মেয়েরা নিজেদের সংস্কৃতির পোশাকে ব়্যাম্পে হাঁটতে পারেন তাঁরা এটা দেখল ২০২৪-এর মুকুটমণিপুর মেলা (Mukutmanipur Mela)। আর তাঁদের সৌন্দর্যের প্রদর্শনীতে নতুন পালক জুড়লেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি। বিভিন্ন বয়সী যুবতীদের সঙ্গে ব়্যাম্পে হাঁটলেন তিনিও!

গোটা বিশ্বের তাবড় ফ্যাশান ডিজাইনারদের অনেক সময় দেখা গিয়েছে বিভিন্ন দেশের প্রাচীন সংস্কৃতির ধারণা থেকে পোশাক বানাতে। তাদের সঙ্গে সেই সংস্কৃতির উপযুক্ত সামগ্রীও রাখতে হয়। কিন্তু সবসময়ই সেই সব ফ্যাশান শো-এর ব়্যাম্পে (ramp) হেঁটেছে তথাকথিত প্রশিক্ষিত ‘মডেল’রা। কিন্তু সেই মিথও (myth) ভাঙতে শুরু করেছে অনেক বছর। বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন উপসংস্কৃতির মানুষ নিজেদের সংস্কৃতিকে অন্যের মাধ্যমে না, নিজেরাই তুলে ধরেছেন। আর এই প্রয়াসে বারবার উৎসাহ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আদিবাসী সম্প্রদায়ের ছেলে ও মেয়েরা উঠে আসার অনুপ্রেরণা পেয়েছে ফ্যাশান শো-এর ব়্যাম্পে।

মুখ্যমন্ত্রীর দেখানো পথেই এবার তাঁর খাদ্য ও সরবরাহ দফতরের (food and supply department) রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি। ২৪ তম বাঁকুড়া মুটুকমণিপুর মেলার শ্রেষ্ঠ আকর্ষণ ছিল বাঁকুড়ার সংস্কৃতির প্রদর্শনীর। একঝাঁক প্রত্যয়ী আদিবাসী যুবক-যুবতীকে প্রশিক্ষণ দিয়ে সেই প্রদর্শনীর জন্য তৈরি করলেন মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি। তাঁরই তালিমে এক অন্য মুকুটমণিপুর উৎসব দেখল বাঁকুড়া। আর সেই প্রদর্শনীতেই অন্য আদিবাসী মহিলাদের সঙ্গে ব়্যাম্পে হাঁটতেও দেখা গেল রাজ্যের মন্ত্রীকে।

স্থানীয় কলেজ পড়ুয়া থেকে নৃত্যশিল্পী, একেবারে আনকোরা যুবক-যুবতীকে মঞ্চে তুলে যে সাহসের পরিচয় দিয়েছেন মন্ত্রী, তার প্রশংসা শোনা গিয়েছে মেলায় ফিরতি সব মানুষের মুখেই। তবে মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডির এই উদ্যোগের পিছনে একটা চ্যালেঞ্জও ছিল। তিনি চেয়েছিলেন এটা দেখাতে, যে সৌন্দর্যের বিচার গায়ের রঙ দিয়ে হয় না। মানুষের কৃষ্টিই তাঁর পরিচয় বহন করে। আর ফ্যাশান শো-এর পর সেই মত প্রতিষ্ঠায় তিনি বেশ সফল।

Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...
Exit mobile version