Friday, August 22, 2025

দলে শক্তি বাড়াতে ঝাঁপালো ইস্টবেঙ্গল এফসি। সূত্রের খবর, জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে আইজল এফসি থেকে ভারতীয় স্ট্রাইকার লালরিনজুয়ালা লালবিয়াকনিয়াকে সই করাতে পারে লাল-হলুদ। মহামেডানের হয়ে কলকাতা লিগে সবচেয়ে বেশি গোল করা ডেভিডের ইস্টবেঙ্গলে আসা অনিশ্চিত হতেই আইজলের স্ট্রাইকারকে পেতে ঝাঁপিয়ে পড়ল লাল-হলুদ। পাশাপাশি নিখিল পুজারির দিকেও ঝাঁপিয়েছে ইস্টবেঙ্গল।

ময়দানে গুঞ্জন শোনা যাচ্ছে, ২৩ বছর বয়সী আইজল এফসিতে খেলা এই সেন্টার ফরওয়ার্ড ইস্টবেঙ্গলে আসতে পারেন। আই লিগে দারুণ ছন্দে রয়েছেন লালবিয়াকনিয়া। ৯ ম্যাচে করেছেন ১১টা গোল। রয়েছে একটা অ্যাসিস্টও। ইস্টবেঙ্গল দল এবারের আইএসএল-এ ভালো ছন্দে রয়েছে। তবে গোল করতে না পারায় ভুগতে হচ্ছে কার্লোস কুয়াদ্রাতের দল। ভিপি সুহের একেবারেই ছন্দে নেই। আরেক ভারতীয় নাওরেম মহেশ সিং আগের মরশুমে ভাল ছন্দে ছিলেন। তবে এবারে ডুরান্ড কাপে গোল পেলেও, আইএসএল-এ গোল পাচ্ছেন না ভারতীয় দলের এই স্ট্রাইকার। এর মধ্যেই জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে আরেক ভারতীয় স্ট্রাইকারকে সই করিয়ে দলের আক্রমণ ভাগকে আরও জোরদার করতে চাইছে ইস্টবেঙ্গল।

ট্রান্সফার মার্কেট অনুযায়ী, লালবিয়াকনিয়ার স্যালারি ১ কোটি ১৩ লক্ষ টাকা। ইস্টবেঙ্গল তাঁকে সই করাতে চাইলে আরও কিছু টাকা বেশি দিতে হবে। তবে সবচেয়ে বড় কথা হল, লালবিয়াকনিয়াকে সই করানো হয়ে গেলে কি অন্য কোনও ভারতীয় স্ট্রাইকারকে ছাড়বে লাল-হলুদ? তাহলে ছাঁটাই হবেন কে? সুপার কাপের আগেই শক্তিশালি দল গড়ে ফেলতে চাইছে ইস্টবেঙ্গল।আর সেই কারণেই ট্রান্সফার মার্কেটে ঝাঁপিয়েছেন ক্লাবের রিক্রুটাররা।

এদিকে সুপার কাপের জন্য প্রস্তুতি শুরু করছে লাল-হলুদ।৮ তারিখ ভুবনেশ্বর যাবে ইস্টবেঙ্গল। ৯ তারিখ সুপার কাপে প্রথম ম্যাচে খেলতে নামবে কুয়াদ্রাতের দল। মঙ্গলবারের ম্যাচে তাদের প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। তার আগে যদি নিখিলের ডিল ইস্টবেঙ্গল ফাইনাল করে ফেলতে পারে তা হলে সুবিধা হবে দলের। রবিবার দ্বিতীয় ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ শ্রীনিধি ডেকান এফসি। ১৯ জানুয়ারি ডার্বি।

আরও পড়ুন-প্রয়াত ব্রাজিলের বিশ্বকাপজয়ী প্রাক্তন ফুটবলার মারিও জাগালো

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version