দ্বিতীয় বিয়ে করে সুখেই আছেন আরবাজ খান(Arbaaz Khan)। কিন্তু তাঁর নব বিবাহিতা স্ত্রীয়ের সঙ্গে বয়সের ফারাক নিয়ে ট্রোলিংয়ের বন্যা স্যোশাল মিডিয়ায় (Social Media)। সদ্য হানিমুন সেরে দেশে ফিরেছেন যুগলে কিন্তু নব দম্পতিকে ‘বাবা মেয়ের মতো দেখতে লাগছে’ বলে কটাক্ষ বাড়ছে। প্রশ্ন উঠছে ৫৭ বছরের আরবাজ খানের (Arbaaz Khan) চেয়ে তাঁর মেকআপ আর্টিস্ট স্ত্রী কত ছোট?

সুরা খানের বয়স ৪১। কাজ আর বিবাহিত জীবন দুটোই চুটিয়ে উপভোগ করছেন তিনি। যদিও ‘এজ শেমিং’ নিয়ে কটাক্ষের মুখে পড়েছেন আরবাজ। কিন্তু তিনি বা তাঁর স্ত্রী কেউই প্রকাশ্যে এই নিয়ে কোনও মন্তব্য করেননি। নবদম্পতি যে সমালোচনাকে পাত্তা দিতে নারাজ তা বেশ পরিষ্কার।
