Monday, August 11, 2025

শান্তি বি.ঘ্নিত হওয়ার আ.শঙ্কা! অমিত মালব্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের চন্দ্রিমা ভট্টাচার্যের

Date:

শাহজাহান শেখ (Sahjahan Seikh) নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্টের (Post) জের। এবার বিজেপি নেতা অমিত মালব্যের (Amit Malviya) বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। মালব্যর পোস্টের কারণে রাজ্যের শান্তি বিঘ্নিত হতে পারে, সেই অভিযোগে নিমতা থানায় অভিযোগ দায়ের করেন চন্দ্রিমা।

ইতিমধ্যেই সন্দেশখালিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির অভিযানকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। এর মধ্যে আচমকাই রবিবার সকালে অমিত মালব্য নিজের মর্জিমতো টুইট করেন, শাহজাহান শেখকে আড়াল করতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সবরকম ব্যবস্থা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে অভ্যস্ত। আগেও তিনি কিছু নেতাদের আড়াল করার চেষ্টা করেছেন। এখানেই থেমে থাকেননি তিনি। নিজের এক্স হ্যান্ডেলে অনুব্রত মন্ডল এবং মমতা বন্দ্যেপাধ্যায়ের ছবি দিয়ে অমিত মালব্য লিখেছেন, বগটুই কাণ্ডের সময়ে অনুব্রত মন্ডলকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন। সেই অনুব্রত এখন জেলে। এই পোস্টের ভিত্তিতে চন্দ্রিমা ভট্টাচার্য নিমতা থানায় অভিযোগ জানান। মন্ত্রী চন্দ্রিমা বলেন, সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি নেতার ওই মন্তব্যে শান্তি নষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল। আর সেকারণেই অমিত মালব্যর বিরুদ্ধে পদক্ষেপ নিশ্চিত করা বাঞ্ছনীয়। পাশাপাশি পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করবেও জানিয়েছেন তিনি।

চন্দ্রিমা ভট্টাচার্য জানান, যে ধরনের টুইট করেছেন অমিত মালব্য তার কোনও ভিত্তি নেই। যা মনে আসছে তাই টুইট করছেন। এতে অশান্তি ছড়াতে পারে। এই কারণেই আমি অভিযোগ করেছি।

 

 

 

 

Related articles

প্রয়াত বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার কৃপাসিন্ধু

প্রয়াত হলেন পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার কৃপাসিন্ধু সাহা (Kripasindhu Saha)। সোমবার চুঁচুড়ায় (Chuchura) তাঁর বাসভবন 'কুঁড়েঘর'-এ শেষ...

অভিমন্যুকে ভারতীয় দলে দেখতে চান সৌরভ

ভারতীয় দলে আবারও এক বাঙালি ক্রিকেটারকে নেওয়ার দাবী জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। একসময় ঋদ্ধিমান...

শালবনিতে প্রস্তুত দুই বিদ্যুৎ কেন্দ্র, আসছে আরও দুটি

শালবনিতে প্রস্তুত দুই বিদ্যুৎ কেন্দ্র, আসছে আরও দুটি রাজ্যের বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক। শালবনিতে (Shalboni) ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সংশোধিত রুলসে সবুজ সংকেত পুরসভার! এবার স্বল্প জমিতেও মিলবে বাড়ি তৈরির অনুমতি

কলকাতা পুরসভা এলাকায় আধকাঠা বা তারও কম জমিতেও বাড়ি নির্মাণের অনুমতি দিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে...
Exit mobile version