Sunday, November 2, 2025

শান্তি বি.ঘ্নিত হওয়ার আ.শঙ্কা! অমিত মালব্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের চন্দ্রিমা ভট্টাচার্যের

Date:

শাহজাহান শেখ (Sahjahan Seikh) নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্টের (Post) জের। এবার বিজেপি নেতা অমিত মালব্যের (Amit Malviya) বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। মালব্যর পোস্টের কারণে রাজ্যের শান্তি বিঘ্নিত হতে পারে, সেই অভিযোগে নিমতা থানায় অভিযোগ দায়ের করেন চন্দ্রিমা।

ইতিমধ্যেই সন্দেশখালিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির অভিযানকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। এর মধ্যে আচমকাই রবিবার সকালে অমিত মালব্য নিজের মর্জিমতো টুইট করেন, শাহজাহান শেখকে আড়াল করতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সবরকম ব্যবস্থা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে অভ্যস্ত। আগেও তিনি কিছু নেতাদের আড়াল করার চেষ্টা করেছেন। এখানেই থেমে থাকেননি তিনি। নিজের এক্স হ্যান্ডেলে অনুব্রত মন্ডল এবং মমতা বন্দ্যেপাধ্যায়ের ছবি দিয়ে অমিত মালব্য লিখেছেন, বগটুই কাণ্ডের সময়ে অনুব্রত মন্ডলকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন। সেই অনুব্রত এখন জেলে। এই পোস্টের ভিত্তিতে চন্দ্রিমা ভট্টাচার্য নিমতা থানায় অভিযোগ জানান। মন্ত্রী চন্দ্রিমা বলেন, সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি নেতার ওই মন্তব্যে শান্তি নষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল। আর সেকারণেই অমিত মালব্যর বিরুদ্ধে পদক্ষেপ নিশ্চিত করা বাঞ্ছনীয়। পাশাপাশি পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করবেও জানিয়েছেন তিনি।

চন্দ্রিমা ভট্টাচার্য জানান, যে ধরনের টুইট করেছেন অমিত মালব্য তার কোনও ভিত্তি নেই। যা মনে আসছে তাই টুইট করছেন। এতে অশান্তি ছড়াতে পারে। এই কারণেই আমি অভিযোগ করেছি।

 

 

 

 

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version