Tuesday, August 12, 2025

কেন্দ্রের বঞ্চনায় বাংলায় একশো দিনের কাজ করেও টাকা পাননি বহু মানুষ। বারবার দিল্লিতে দরবার করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বাংলা দাবি আদায়ে দিল্লি গিয়ে ধর্না- আন্দোলন করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। কিন্তু তারপরেও বাংলা টাকা ছাড়েনি কেন্দ্র। এই পরিস্থিতিতে বার্ধক্য ভাতার মতো ডায়মন্ড হারবারের মানুষদের ১০০ দিনের কাজের টাকার ব্যবস্থা করবেন বলে রবিবার পৈলানে জানালেন অভিষেক।

এর আগে তাঁফর সঙ্গে কেন্দ্রের শত বাধা সত্ত্বেও দিল্লি গিয়ে যে জব কার্ড হোল্ডাররা ন্যায্য পাওনা আদায় আন্দোলনের শামিল হয়েছিলেন, তাদের কাছে অর্থ সাহায্য পাঠিয়েছেন অভিষেক (Abhishek Bandyopadhyay)। এদিন মঞ্চ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, আর দু তিন মাস তিনি অপেক্ষা করবেন। তার মধ্যে যদি কেন্দ্র থেকে ১০০ দিনের কাজের টাকা না দেওয়া হয়, তাহলে অন্তত ডায়মন্ড হারবারে যাঁরা করেছে টাকা পাননি তাঁদেরকে প্রাপ্য দেওয়ার উদ্যোগ নেবেন। সেই সংখ্যাটা কমপক্ষে ৬৬ হাজার। তাঁদের ব্যবস্থা অভিষেক করবেন।


Related articles

রাজ্যের বিভিন্ন দফতরে নতুন কর্মী নিয়োগ, অনুমোদন মন্ত্রিসভার

রাজ্যের স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে মোট ৬২৭টি পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। নবান্ন সূত্রে জানা গেছে,...

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...
Exit mobile version