Thursday, December 18, 2025

মাটি নেই বুঝে লোকসভায় মাত্র ২৫৫ আসনে লড়তে চায় কংগ্রেস!

Date:

Share post:

লোকসভা ভোটের আগেই পিছু হটছে কংগ্রেস। লক্ষ্য বিজেপিকে হারানো।কিন্তু যা পরিস্থিতি লোকসভার সব আসনে প্রার্থী দেওয়ার মতো অবস্থায় নেই কংগ্রেস।এ রাজ্যে তো বটেই, অন্যত্রও কংগ্রেসের ফল মোটেই আশাব্যঞ্জক নয়।২০২৪ লোকসভা নির্বাচনে সম্ভবত ইতিহাসের সবচেয়ে কম আসনে লড়বে কংগ্রেস। দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে দলের সাধারণ সম্পাদকদের বৈঠকে জানিয়েছেন, লোকসভায় লক্ষ্য থাকবে মোটে ২৫৫টি আসনে।পরিস্থিতি এমনই যে লোকসভায় ম্যাজিক ফিগার ২৭২ আসনেও ফোকাস করার মতো জায়গায় নেই কংগ্রেস।ইন্ডিয়া জোট আসন সমঝোতার কথা বললেও, কংগ্রেসের এহেন পরিস্থিতি এর কখনও দেখা যায়নি।যদিও দেশের সব রাজ্যে শরিকদের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করতে একটি অ্যালায়েন্স কমিটি গড়েছে কংগ্রেস। সেই কমিটির রিপোর্টে উল্লেখ করা হয়েছে, কংগ্রেস একার শক্তিতে লড়ুক ২৯০ আসনে।

অথচ তথ্য বলছে, ২০১৯ নির্বাচনেও কংগ্রেস লড়েছিল দেশের ৪২৩ আসনে। তার মধ্যে জয় এসেছিল মাত্র ৫২টিতে। এবার তার অর্ধেক আসনে লড়বে হাত শিবির।কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, দল একার শক্তিতে ২৯০ আসনে লড়লেও, তাঁদের মূল লক্ষ্য থাকবে ২৫৫ আসনে। প্রসঙ্গত, ২০১৯ সালে সরাসরি কংগ্রেস ও বিজেপির মধ্যে লড়াই হয়েছিল ১৮৬টি আসনে। এর মধ্যে মাত্র ১৬ আসনে জয় পেয়েছিল কংগ্রেস। অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, অসমের মধ্যে রাজ্যে আরও প্রায় ১০০ আসনে কংগ্রেস ছাড়া ইন্ডিয়া জোটের অন্য শরিকের তেমন অস্তিত্ব নেই। ওই রাজ্যগুলিতেও একাই লড়াই করবে কংগ্রেস। এছাড়া মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বাংলা এবং বিহারের ২০০ আসনের মধ্যে ৪০-৫০টি আসন শরিকদের থেকে পেতে চায় হাত শিবির।

কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব আগেভাগে ধরে নিচ্ছেন শ’খানেক আসনে সেভাবে লড়াইয়েই থাকতে পারবে না দল। তাই লক্ষ্য থাকছে ২৫৫ আসন। তবে লোকসভাতে এত কম আসনে লড়লে দলের অস্তিত্বই সংকটে পড়ে যাবে।ওয়াকিবহালমহলের মত, কংগ্রেস যেভাবে নিজেরা কম আসনে একক লড়াই করতে চাইছে, তাতে ভবিষ্যতে সর্বভারতীয় স্তরে দলের প্রাসঙ্গিকতা আরও কমতে পারে। যার ফল ভুগতে হবে জোট সঙ্গীদেরও।

spot_img

Related articles

মহানগরীতে তাপমাত্রার গ্রাফ ঊর্ধ্বমুখী, উইকেন্ডে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত নয়

বৃহস্পতির সকালে শহর কলকাতার তাপমাত্রা পারদ ১ ডিগ্রি বাড়ল। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)জানিয়েছে বড়দিনের আগে কনকনে...

হোটেল থেকে হোমস্টে, বড়দিনে জমজমাট শৈল শহরের বুকিং! 

উত্তরবঙ্গ জুড়ে ভরপুর শীতের আমেজ, সঙ্গে আবার উৎসবের মরশুম- তাই উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত সকলেরই ক্রিসমাস (Christmas time) ডেস্টিনেশন...

আজ থেকে ‘নো ম্যাপিং’ ভোটারদের নোটিশ পাঠানো শুরু কমিশনের

বঙ্গে এসআইআর (Special Intensive Revision) পরবর্তী পূর্ণাঙ্গ খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এবার শুনানির জন্য বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)...

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...