Tuesday, November 18, 2025

“সেই তো জামানত বাজেয়াপ্ত হবে, শূন্য পাবে”! বাম যুবদের ব্রিগেডকে গুরুত্বহীন বললেন কুণাল

Date:

৫০ দিন ‘ইনসাফ যাত্রা শেষে আজ রবিবার সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর ব্রিগেড। দুপুর ১২টায় শুরু সমাবেশ। সকাল থেকে পায়ে হেঁটে কিছু মিছিল ও বাস ব্রিগেডমুখী হলেও সেই অর্থে কোনও উন্মাদনা নেই। ফলে ব্রিগেডের মতো সুবিশাল মাঠ যে ভরবে না তা স্পষ্ট।

এদিকে সিপিএম-এর যুব সংগঠনের এই ব্রিগেড সমাবেশকে কটাক্ষ জোড়লেন তৃণমূ মুখপাত্র কুণাল ঘোষ ও বিজেপি নেতা দিলীপ ঘোষ। কুণাল ঘোষের (Kunal Ghosh) কথায়, ”ডিওয়াইএফআই-এর ব্রিগেড সমাবেশের নামে কিছু লোক ব্রিগেড যাবেন, কিন্তু সিপিএমকে তাঁরা ভোট দেবেন না। সিপিএম-এর কাছে তো ব্রিগেড নতুন নয়। একুশ সালেও ব্রিগেড করেছে, তারপর শূন্য পেয়েছে। অর্থাৎ ব্রিগেড দেখিয়ে, ব্রিগেডে লোক আসছে, শিয়ালদা থেকে লোক ঢুকছে, শিয়ালদা থেকে এত মানুষ এল, সিট তো সেই গিয়ে শূন্য। বিজেপিকে ভোট দিচ্ছে সিপিএম। যাঁরা যাবেন আজ লালঝান্ডা নিয়ে, তাঁরা চক্ষুলজ্জায় তো বলতে পারবেন না, তাঁদের মধ্যে কিছু মানুষ, যাঁদের বাড়িতে কন্যাশ্রী, সবুজসাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, তাঁরা চুপচাপ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন, আর যাঁরা অন্ধ তৃণমূল বিরোধী তাঁরা বিজেপিকে ভোট দেবন, সিপিএম-এর খাতা তো থাকবে শূন্য। তাই কিছু লোক যাঁরা চক্ষুলজ্জায় দলকে বলতে পারবেন না, তাঁরা ব্রিগেডে যাবেন।”

কুণালের আরও সংযোজন, ‘সিপিএম-এর ব্রিগেড নতুন নয়, কিন্তু সিপিএম-এর ব্রিগেড মানেই সিপিএমকে ভোট নয়। সিপিএম-এর কাছে প্রথম চ্যালেঞ্জ, ভোটটা আগে বিজেপির কাছ থেকে ফিরিয়ে আনুক। সিপিএম কমেছে বিজেপি বেড়েছে। সিপিএম বড় বড় কথা পরে বলবে, ব্রিগেড দেখিয়ে কী হবে! এই ব্রিগেড আগে দেখা। এবারে ব্রিগেড দেখিয়ে সম্পূর্ণ হবে না, সিপিএম-এর ক্ষমতা থাকলে ৪২টা আসনে একা লড়ুক, জামানত জব্দ হবে, শূন্য পাবে, তাহলে ব্রিগেডের ভ্যালু কী আছে, ব্রিগেডের ভ্যালু নেই।”

অন্যদিকে, কটাক্ষ করবে ছাড়েননি বিজেপি নেতা দিলীপ ঘোষও। তিনি বলেন, ”এর আগেও ব্রিগেড করেছেন, বিধানসভার আগেও ব্রিগেড করেছিলেন বামপন্থীরা, ভরিয়েও দিয়েছিলেন, কিন্তু একটা আসনেও জিততে পারনি। ব্রিগেড করাটা বামপন্থীদের একটা ঐতিহ্য, বহু বছর ধরে, যতদিন পার্টি আছে এটা চেষ্টা করবে তারা।”

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version