Wednesday, August 13, 2025

মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে সোমেই গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী, আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা

Date:

গঙ্গাসাগর মেলা (Gangasagar Fair) শুরু হতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। ইতিমধ্যে মেলার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তার মধ্যেই সোমবার গঙ্গাসাগর পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত বছরের মতো চলতি এবারও নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গঙ্গাসাগরকে। তবে আগত পুণ্যার্থীদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, তার জন্য সবরকম পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেকারণেই গতবারের তুলনায় এবার পুলিশি নজরদারি আরও বাড়ানো হয়েছে। সোমবার গঙ্গাসাগরে পৌঁছে কপিলমুনির মন্দিরে (Kapilmuni Temple) ও ভারত সেবাশ্রম সঙ্ঘেও যাওয়ার কথা তাঁর। পাশাপাশি মেলার প্রস্তুতি খতিয়ে দেখবেন তিনি। মঙ্গলবার সেখান থেকেই যাবেন জয়নগর। সেখানে মুখ্যমন্ত্রীর সরকারি কর্মসূচি রয়েছে।

এদিকে গঙ্গাসাগর মেলার উদ্বোধনের আগে থেকেই সেখানে ভিড় করছেন পুণ্যার্থীরা। সকলের গতিবিধির ওপর নজর রাখতে দিকে দিকে ওয়াচ টাওয়ার করা হয়েছে। সেখান থেকেই মানুষের ভিড়ের ওপর দৃষ্টি রাখছেন পুলিশ কর্মীরা। এছাড়াও খোলা হয়েছে মেগা কন্ট্রোল রুমও। সেই কন্ট্রোল রুমের দায়িত্বে আছে একটি বিশেষ দল। কোনওরকম অসুবিধা দেখা দিলেই কন্ট্রোল রুম থেকে তা মোকাবিলা করা হবে। পাশাপাশি গোটা গঙ্গাসাগর মেলা চত্বর সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে।

এছাড়াও মেলার জন্য খোলা হয়েছে হেল্প ডেস্ক। বাংলা, ইংরেজি, হিন্দি ভাষাতে মাইকিং চলছে সবসময়। তৈরি করা হয়েছে মেডিক্যাল ক্যাম্পও। ডাক্তার, নার্স, স্বাস্থ্য কর্মীরা সব সময় সেখানে থাকবেন। পাশাপাশি বাফার জোনও তৈরি হয়েছে তীর্থযাত্রীদের থাকার জন্য।

 

 

 

 

Related articles

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী, শোকস্তব্ধ টলিপাড়া

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মঙ্গলবার সকাল ১০টায় মৃত্যু হয় তাঁর। বয়স...

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...
Exit mobile version