Tuesday, August 26, 2025

খায়রুল আলম, ঢাকা:  বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে, এখন চলছে গণনা।বিকেল ৩টা পর্যন্ত সারা দেশের ভোটকেন্দ্রগুলোতে ২৭.১৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছিল নির্বাচন কমিশন।শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, মোট ৪০ শতাংশ ভোট পড়েছে। তবে শেষ পর্যন্ত সেটি বাড়তে বা কমতে পারে বলে জানান তিনি।নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গির আলম জানিয়েছেন,সারা দেশে মোট সাতটি কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে।
জাল ভোট বা জাল ভোট দিতে সাহায্য করার জন্য ১৫ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে গাজীপুরে একজন সহকারী প্রিসাইডিং অফিসার আছেন। নতুনভাবে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে নরসিংদীর দুটি এবং কক্সবাজারের দুটি কেন্দ্রে।

নিরাবাচন কমিশনের সচিব বলেছেন, দুএকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সকাল থেকে শান্তিপূর্ণ ভোট হয়েছে।শেষ মুহুর্তে দুজন নির্বাচনী আধিকারিক মারা গিয়েছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে।কিছু কিছু অভিযোগ এসেছি, ব্যালটে সিল মারার। মনিটরিং সেল সেগুলি পর্যবেক্ষণে রেখেছে।প্রয়োজনে ব্যবস্থাও নেওয়া হয়েছে। শেষ মূহুর্তে একজনের প্রার্থী পদ বাতিল করা হয়েছে।এবারের নির্বাচনে বিএনপি নির্বাচন বর্জন করে। সেজন্য ভোট কিছুটা কম পড়েছে। কিছু কিছু ক্ষেত্রে ব্যালট সিল করা হয়েছে। সেগুলিকে চূড়ান্ত গণনা থেকে বাদ দেওয়া হবে। কারণ সেগুলোর পেছনে সিল বা স্বাক্ষর নেই।

Related articles

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...
Exit mobile version