Monday, August 25, 2025

কথা রাখলেন অভিষেক, ৭৬১২০ প্রবীণের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৯ তারিখের মধ্যে ঢুকবে ভাতা

Date:

কথা দিয়ে কথা রাখেন। এটাই তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সবচেয়ে বড় USP। আবার সেটা প্রমাণ করলেন তিনি। প্রতিশ্রুতি মতো, রবিবার, পৈলানের সভা থেকে ৭৬১২০জন প্রবীণ মানুষের হাতে তুলে দিলেন বার্ধক্যভাতার কাগজ। জানিয়ে দিলেন কীভাবে এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করেছে টিম অভিষেক।

এদিন পৈলানের মাঠে সভা করতে গিয়ে কিছুটা নস্টালজিক ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জানান, “২০১৪ সালের মার্চে যখন আমার নাম প্রার্থী হিসেবে ঘোষণা হয়, তখন প্রথম এই পৈলানেই সভা করেছি।“ প্রত্যেক নির্বাচনের আগেই এই মাঠে সভা করেন তিনি। বলেন, গত ১০ বছরে তাঁর এক্তিয়ার অনুযায়ী উন্নয়নের কাজ মানুষের দরজায় পৌঁছে দিয়েছেন তৃণমূল সাংসদ। এরপরেই এদিনের সভাকে প্রতিশ্রুতির পূরণের অনুষ্ঠান বলে বর্ণনা করেন অভিষেক। জানান, এদিন শুধু পৈলানে নয়, ডায়মন্ড হারবার জুড়ে ১৬৪টি আলাদা সভা হচ্ছে। সেখানে তৃণমূল নেতৃত্ব, জনপ্রতিনিধি, বিশিষ্টরা প্রবীণদের হাতে ১০০০ টাকা ভাতা তুলে দিচ্ছেন।

কীভাবে হয়েছে কাজ?
• অভিষেক জানান, গত ২মাস ধরে এই প্রক্রিয়া চলেছে। তাঁর নির্বাচনী কেন্দ্রে আগে সব এলাকায় প্রবীণদের নাম নথিভুক্ত হয়েছে। ৮৫হাজার নাম নথিভুক্ত হয়।
• এরপর এই নাম ধরে হয় ফিজিক্যাল ভেরিফিকেশন। বাড়ি বাড়ি গিয়ে পরিস্থিতি দেখে আসেন স্বেচ্ছা সেবকরা।
• এই নামের মধ্যে থেকে ৭৬১২০ জনকে শনাক্ত করা হয়, কাদের সত্যিই প্রয়োজন আছে
• ১৬৩৮০ স্বেচ্ছাসেবক ৫ জন বয়স্ক মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন

অভিষেক জানান নভেম্বর মাসে এই ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। জানুয়ারি মাসের ১ তারিখ থেকে ডায়মন্ড হারবারে বার্ধক্যভাতা দেবেন বলে জানান। কিন্তু এদিন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস বলে অনেক কর্মসূচি থাকে। সেই কারণেই বছরের প্রথম রবিবারটি বেছে নেন তিনি।

একই সঙ্গে অভিষেক বলেন, আগামী তিনদিনের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। “৩দিন পরে ১১ তারিখ থেকে আমার অফিস থেকে ফোন করে জানব সবাই টাকা পেয়েছেন কি না!” যদি কোনও কারণে টাকা না ঢোকে তাহলে ৪৮ ঘণ্টার মধ্যে টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন তিনি। অভিষেকের আশ্বাস, “বার্ধক্যভাতা যে শুরু করলাম সেটা ১-২মাস নয়, যতদিন রাজ্য সরকার না দিতে পারছে আমি বেঁচে থাকলে পাবেন।“

তবে এটা ভোটের রাজনীতি নয়- তা স্পষ্ট করেন অভিষেক। জানান, “আমরা বলতে পারতাম নির্বাচনের পরে করব, কিন্তু তা করিনি।“ অভিষেকের কথায়, এই ভাতা প্রাপকের মধ্যে শুধু তৃণমূল নয়, বিজেপি-সিপিএম-কংগ্রেস আছে। কোনও রাজনৈতিক রং দেখা হয়নি।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version