Wednesday, May 14, 2025

টি-২০ বিশ্বকাপে বিরাট-রোহিতকে নিয়ে কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়?

Date:

Share post:

সামনেই টি-২০ বিশ্বকাপ । তারজন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। তবে তার আগে প্রশ্ন হলো, টি-২০ বিশ্বকাপে কি দেখা যাবে রোহিত শর্মা-বিরাট কোহলিকে?এটাই এখন ভারতীয় দলের সমর্থকদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। ভারতের টি-২০ দলে অনেকদিন ধরেই দেখা যাচ্ছে না বিরাট-রোহিতদের। যদি দলে আসেন এই দুই তারকা, তাহলে কি সমস্যা হতে পারে? এই প্রশ্নের উত্তরই দিলেন ভারতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

ভারতীয় দল অসাধারণ। মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শহরের এক অনুষ্ঠানে এসে সৌরভ বলেন, ‘বিরাটের অবশ্যই খেলা উচিত। ও অসাধারণ ক্রিকেটার।’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘ টি-২০ ফর্ম্যাটে ওর সমস্যা হবে না।’ বিশ্বকাপে ভারতীয় দলের ক্যাপ্টেন্সির দায়িত্ব নেওয়া উচিত রোহিত শর্মারই এমনটাই মত বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের দারুণ পারফরম্যান্স নিয়েও মুখ খোলেন বাংলার মহারাজ। এই নিয়ে তিনি বলেন, ‘ভারত দারুণ দল। টি২০, ওয়ানডে আর টেস্টে দারুণ খেলেছে।’

সেঞ্চুরিয়ান টেস্টে ভারতীয় দলের ভরাডুবি নিয়েও মুখ খুলেছেন সৌরভ। এই নিয়ে তিনি বলেন, ‘ভারতীয় দল একটা ম্যাচ হারলেই এমন রব তোলেন যেন টিমটাই খারাপ। ওয়ানডে সিরিজ জিতল, টি-২০ সিরিজ ড্র করল আর টেস্টটাও ড্র করল। আর কী? ভারতীয় দল দারুণ।’

এদিকে, টি-২০ বিশ্বকাপের সূচি ঘোষণা হয়ে গিয়েছে। ১ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আমেরিকা ও কানাডা। ৯ জুন পাকিস্তানের মুখোমুখি হবে ভারতীয় দল। দুই সেমিফাইনাল হবে ২৬ ও ২৭ জুন। ২৯ জুন বার্বাডোসে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। মোট ২০টি দল এবারের টি২০ বিশ্বকাপে খেলবে।

আরও পড়ুন-এশিয়ান গেমসে রেকর্ড পদক, তবুও হতাশ মেরিকম, কিন্তু কেন?

৫টি গ্রুপে ৪টি করে দল থাকছে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, আমেরিকা। প্রতিটি গ্রুপের সেরা দুই দল সুপার-৮-এ খেলবে। এরপর ৮টি দলকে ৪টি করে ২টি করে গ্রুপে ভাগ করা হবে। সুপার-৮ পর্বে উভয় গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে যাবে।

spot_img

Related articles

জানি কার উসকানি ছিল কৃষক অপহরণে: ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

পাকিস্তানের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণম সাউ ফিরে এসেছেন। কোচবিহারে বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মনকে ফিরিয়ে...

তিস্তা তোর্ষা এক্সপ্রেসের শৌচাগারেই সন্তান প্রসব বিহারের তরুণীর!

গুয়াহাটি থেকে ট্রেনে বিহারে বাড়ি ফেরার পথে প্রসব বেদনা। বুধবার নিউ আলিপুরদুয়ার (New Alipurduwar) স্টেশনে দাঁড়িয়ে থাকা তিস্তা...

গুরুতর আহত তৃণমূল বিধায়ক তাপস সাহা! আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে 

বাড়িতে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হলেন তেহট্টর তৃণমূল বিধায়ক তাপস সাহা। সূত্রের খবর অনুযায়ী, বুধবার সকাল আটটা নাগাদ...

এবারের আইপিএলে প্রথম বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর দিল্লিতে

অবশেষে আইপিএলে(IPL) বাংলাদেশের ক্রিকেটার। পরিবর্তিত সূচী অনুযায়ী আইপিএল শুরু হওয়ার আগেই দিল্লি ক্যাপিটালস(Delhi Capitals) শিবিরে বাংলাদেশী পেসার মুস্তাফিজুর...