Tuesday, November 4, 2025

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অটুট রাখার আশ্বাস! হাসিনাকে জয়ের শুভেচ্ছা ভারতের

Date:

খায়রুল আলম, ঢাকা

বাংলাদেশ (Bangladesh) সংসদ নির্বাচনে (Parliament Election) জয়ের জন্য আওয়ামী লীগ সভাপতি  তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Seikh Hasina) অভিনন্দন জানালেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা (Pranay Verma)। সোমবার সকালে ঢাকার গনভবনে বিদেশি রাষ্ট্রদূতদের মধ্যে তিনিই প্রথম যিনি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ও তাঁকে জয়ের জন্য অভিনন্দন জানান। এদিন হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারতের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি ভারতীয় হাই কমিশনারের আশা শেখ হাসিনার নতুন মেয়াদে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে।

প্রণয় ভার্মা এদিন আরও জানান, স্থিতিশীল, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে ভারত বাংলাদেশকে সবসময় সমর্থন ও সহযোগিতা প্রদান করবে। এই প্রসঙ্গে বলতে গিয়ে প্রণয় মুক্তিযুদ্ধে দুই দেশের অভিন্ন আত্নত্যাগের ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্ক ও দীর্ঘদিনের বন্ধুত্বের কথা তুলে ধরেন। তবে শুধুমাত্র ভারত নয়, বাংলাদেশে নিযুক্ত রাশিয়া, চিন, ভূটান, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, ব্রাজিলের ও মরক্কোর রাষ্ট্রদূত আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এদিন সৌজন্য সাক্ষাত করেন।

এছাড়াও এদিন হাসিনার সঙ্গে দেখা করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন আগা খান ডিপ্লোমেটিক রিপ্রেজেনটেটিভ-এর প্রতিনিধিরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আর সেকারণেই এদিন সকাল সকাল বঙ্গভবনে পৌঁছে হাসিনাকে শুভেচ্ছা জানান বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের হাই কমিশনাররা।

 

 

 

 

Related articles

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...
Exit mobile version