Friday, November 7, 2025

ভাঙড় ডিভিশনের ৪ থানার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

Date:

ভাঙড় ডিভিশনের ৪ থানার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের ৪টি থানা কলকাতা পুলিশের অধীনে। এর মধ্যে ভাঙড়ের পোলেরহাট ও চন্দনেশ্বর থানা দুটি নতুন। সোমবার ধনধান্য স্টেডিয়ামে ‘স্টুডেন্ট উইক ডে’র অনুষ্ঠান যোগ দিয়ে ভার্চুয়াল মাধ্যমে ভাঙড় ডিভিশনের ৪ থানার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

কলকাতা পুলিশের দশম ডিভিশনটি হচ্ছে ভাঙড় ডিভিশন। খেয়াদা ১, খেয়াদা ২-কে ভাঙড় ডিভিশনের মধ্যে নিয়ে নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, ওই জায়গা দেখার কেউ থাকছে না বলে অনেকে অনেক রকম কাজ করছে। একইসঙ্গে কলকাতা পুলিশের তরফে নোটিফিকেশন জারি করার নির্দেশ দেওয়া হয়েছে।

সবমিলিয়ে ২০০’রও বেশি পুলিশ কর্মী দায়িত্ব নেবেন ভাঙড়ের আইনশৃঙ্খলা রক্ষার। এই ডিভিশনের আওতায় রয়েছে আটটি থানা। সেগুলি হচ্ছে হাতিশালা, পোলেরহাট, উত্তর কাশীপুর, বিজয়গঞ্জ বাজার, মাধবপুর, চন্দনেশ্বর, বোদরা ও ভাঙড়। এ ছাড়াও ওই ডিভিশনের ট্রাফিক নিয়ন্ত্রণে নতুন ভাঙড় ট্রাফিক গার্ড তৈরি করা হয়েছে।ডিভিশনে দু’জন ডিসি পদমর্যাদার আওতায় থাকছেন চারজন অ‌্যাসিস্ট‌্যান্ট কমিশনার। প্রত্যেক থানায় থাকছেন ওসি, অতিরিক্ত ওসি, দশজন সাব ইন্সপেক্টর, চারজন মহিলা সাব ইন্সপেক্টর, দু’জন সার্জেন্ট, ১২ জন অ‌্যাসিস্ট‌্যান্ট সাব ইন্সপেক্টর, তিনজন মহিলা এএসআই, ৮০ জন কনস্টেবল, ৩০ জন মহিলা কনস্টেবল, ১২ জন গাড়ি চালক। ভাঙড় ট্রাফিক গার্ডে থাকছেন একজন এসি, দু’জন ইন্সপেক্টর, ১৫ জন সার্জেন্ট, ১৫ জন এএসআই, ১০০ জন কনস্টেবল।লালবাজার সূত্রে জানা গিয়েছে, কলকাতার নামকরা থানা কিংবা গোয়েন্দা দফতর থেকে বেশ কয়েকজন দাপুটে অফিসার বদলি হয়ে ভাঙড়ের দায়িত্ব পেয়েছেন। তারুণ্যের ওপর গুরুত্ব দিয়ে কলকাতার ৮ জন সফল পুলিশ অফিসারকে ভাঙড় ডিভিশনের ৪টি থানার ওসি ও অতিরিক্ত করা হয়েছে। ৪টি থানার পাশাপাশি ভাঙড় ট্র্যাফিক গার্ডও এদিন থেকেই কাজ শুরু করে দিচ্ছে।

পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়েছিল দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়। দফায় দফায় সংঘর্ষের ঘটনা সামনে আসে। মৃত্যু হয় বহু মানুষের। সেই পরিস্থিতিতে ভাঙড়ের আইন-শৃঙ্খলার পরিস্থিতি কথা মাথায় রেখেই গত জুলাই মাসে ভাঙড়কে কলকাতা পুলিশে অধীনে নিয়ে আসা সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-কূটনৈতিক চাপানোতরের মাঝেই মালদ্বীপ রাষ্ট্রদূতকে তলব দিল্লির

Related articles

আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

সুপ্রিম রায়ে চাকরি হারানো থেকে এসএসসির (School Service Commission) নতুন করে পরীক্ষার দীর্ঘ পথ অতিক্রম করে এবার রেজাল্টের...

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...
Exit mobile version