স্বস্তি ভারতীয় শিবিরে, অনুশীলনে হার্দিক

বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ডান পায়ের গোড়ালিতে চোট পান হার্দিক। সেই চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি।

অবশেষে স্বস্তির খবর । অনুশীলনে ফিরলেন ভারতীয় তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। অনুশীলনের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন হার্দিক নিজেই। আর এরপরই মনে করা হচ্ছে আইপিএল-এ ফিরতে পারেন ভারতীয় অলরাউন্ডার।

বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ডান পায়ের গোড়ালিতে চোট পান হার্দিক। সেই চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁকে পাঠিয়ে দেয় বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। পরে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে পারেননি হার্দিক। যেতে পারেননি দক্ষিণ আফ্রিকা সফরেও।সামনেই টি-২০ বিশ্বকাপ। টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে বিসিসিআই কর্তারা হার্দিকের চোট নিয়ে তাড়াহুড়ো করতে চাননি। মেডিক্যাল টিমের সদস্যদের পরামর্শ মতো চলেছে হার্দিকের সুস্থ হওয়ার প্রক্রিয়া।

এদিকে হার্দিকের অনুশীলনের ভিডিও দেখার পর মনে করা হচ্ছে, আইপিএলের প্রথম থেকেই খেলতে পারবেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্বও দিতে পারবেন হার্দিক।গুজরাত টাইটান্স থেকে এবারই তাঁকে কিনে নিয়েছে মুম্বই।

আরও পড়ুন-রঞ্জিট্রফির প্রথম ম্যাচে এক পয়েন্ট বাংলার