তদন্তে সিআইডি-ই, সুপ্রিম কোর্টে ধাক্কা বিচারপতি অমৃতা সিনহার স্বামীর

শীর্ষ আদালতে রীতিমতো ধাক্কা খেলেন প্রতাপ দে। সুপ্রিম কোর্টে সোমবার খারিজ হয়ে গেল তাঁর আবেদন।

0
1

হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে ওঠা সম্পত্তি মামলা সিআইডি-র হাতেই, স্পষ্ট জানিয়ে দিল শীর্ষ আদালত। শীর্ষ আদালতে রীতিমতো ধাক্কা খেলেন প্রতাপ দে। সুপ্রিম কোর্টে (Supreme Court) সোমবার খারিজ হয়ে গেল তাঁর আবেদন।

এক বিধবা মহিলা এবং তাঁর মেয়ের দায়ের করা সম্পত্তি সংক্রান্ত (property dispute) একটি মামলায় অভিযুক্ত বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপ দে। বিচারপতি স্ত্রীর ক্ষমতা অপব্যবহারের অভিযোগ তুলে আইনজীবী দে-র বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিযোগকারীরা । আদালতের নির্দেশে এই মামলার তদন্ত চালিয়ে যায় সিআইডি। বিচারপতির স্বামীকে তলব করেন তদন্তকারী আধিকারিকরা।

তদন্ত চলাকালীন এই মামলা সিবিআই -এর হাতে তুলে দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে যান বিচারপতির স্বামী। সোমবার ছিল সেই মামলার শুনানি। প্রতাপ দে-র আবেদন সরাসরি খারিজ করে দিয়ে সিআইডিকেই তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। পরের শুনানি ১২জানুয়ারি।