Wednesday, November 5, 2025

সিবিআইয়ের খাতায় নাম থাকা ইডি অফিসার কেন সন্দেশখালির তদন্তে, প্রশ্ন তৃণমূলের

Date:

দুর্নীতির দায়ে সিবিআইয়ের খাতায় নাম থাকা ইডি অফিসার রাজকুমার রাম কী করে সন্দেশখালিতে অভিযানে গেলেন, প্রশ্ন তুলল তৃণমূল।সোমবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সাফ বলেন, সন্দেশখালিতে গত শুক্রবার তৃণমূল নেতার বাড়িতে ইডির অভিযানে ছিলেন রাজকুমার রাম। তিনি দুর্নীতির দায়ে অভিযুক্ত। সিবিআইয়ের এফআইআরে নাম রয়েছে তাঁর। কুণাল বলেন, এই রকম অফিসারকে কেন তদন্তে পাঠানো হয়েছে, ইডিকে তার জবাব দিতে হবে।
ইডি-সিবিআই-এনআইএ এর বেসিক যে বিশ্বাসযোগ্যতা নষ্ট করে দিয়েছে বিজেপি। নিজেদের প্রয়োজনে এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে। তথ্য তুলে ধরে কুনাল বলেন কে গেলেন তদন্তে? রাজকুমার রাম যিনি নিজেই সিবিআইয়ের তদন্তের আওতায়। কেন্দ্র আগে জবাব দিক সিবিআইয়ের এফআইআরে নাম থাকা একজন অফিসার কীভাবে তদন্তের কাজে যুক্ত থাকতে পারেন? সিবিআইয়ের এফআইআর নেমড শুভেন্দু অধিকারী কে গ্রেফতার করবে না, অথচ সিবিআই এর এফআইআরে নাম থাকা ইডি অফিসারকে তদন্তে নামাবে, এটা কীভাবে হতে পারে?

আসলে ইডি, সিবিআই, এনআইএ বিজেপির শাখা সংগঠন। কুণালের আরও অভিযোগ, রাজ্যপাল বিজেপির দলদাসের ভূমিকায় নেমেছেন। তাঁর প্রশ্ন, রাজ্যপাল কি ইডির কাছে জানতে চেয়েছেন, রাজকুমার রাম কীভাবে তদন্তে গেলেন?এদিন কুণাল প্রশ্ন তোলেন, রাজ্যপাল ইডির কাছে জানতে চেয়েছিলেন যাদের তিনি দেখতে গিয়েছিলেন হাসপাতালে, তাদের মধ্যে সিবিআই এর তদন্তের আওতায় থাকা অফিসার আছেন।

কুণালের স্পষ্ট কথা, সন্দেশখালির ঘটনা নিয়ে একটা বিকৃত প্রচারের মহল তৈরি হচ্ছে।তৃণমূল কংগ্রেস দুর্নীতিকে সমর্থন করে না। যদি ন্যায্য তদন্ত হয় হোক। এদিন তিনি অভিযোগ করেন, বিজেপি নেতারা যেভাবে যে ভাষায় কথা বলছেন এবং ইডি আধিকারিকরা সেইসব মানুষের কাছে গিয়ে হাজির হচ্ছেন, তাতে এলাকার মানুষের কাছে একটা ভুল বার্তা যাচ্ছে।প্ররোচনা মূলক কথাবার্তা সবার আগে বন্ধ হওয়া দরকার।তিনি বলেন, শাহজাহান দোষী না নির্দোষ, তা আমরা জানি না। শুভেন্দু অধিকারীর মতো একটা চোর শুধু সবাইকে চোর বলে চলেছেন। মানুষ বিশ্বাস করে না এই সব। বিজেপি নেতা অমিত মালব্য রোজ শুধু মিথ্যা কথা বলে চলেছেন। তাই চন্দ্রিমা ভট্টাচার্য তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন।

মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, কেন্দ্রীয় সরকারকে এটা বুঝতে পারছে না যে কেন্দ্রীয় এজেন্সির উপর মানুষের বিশ্বাসযোগ্যতা হারিয়ে গিয়েছে।এটা ভারতের গণতন্ত্রের পক্ষে মারাত্মকভাবে ক্ষতিকর। তিনি প্রশ্ন তোলেন,আইন শৃঙ্খলা দেখে রাজ্য সরকার।সন্দেশখালির ঘটনার জন্য সবচেয়ে বেশি দায়ী ইডি। তারা যে অভিযানে যাবে, রাজ্য প্রশাসনের কেউ জানত না। ইডি তদন্ত যাওয়ার আগে কেন জানালো না? রাজ্যপাল জানলেন, বিজেপি নেতারা জানলেন, অথচ ইডি যে তদন্তে যাচ্ছে রাজ্য সরকার জানলই না কোনও কিছু!

Related articles

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...

‘সুফল বাংলা’ থেকে ‘উত্তরণ’: মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই নিউ ইয়র্ক জয় মামদানির!

পরিবর্তনের ডাক। মা-মাটি-মানুষের জন্য স্লোগান। উন্নয়নমূলক পদক্ষেপে নাগরিক স্বাচ্ছন্দে জোর। একের পর এক জনমুখি প্রকল্প ঘোষণা। বাংলায় সাধারণ...

মুখ্যমন্ত্রীর দুয়ারে বিএলও, নিজের এসআইআর ফর্ম নিজেই নিলেন ‘ভোটার’ মমতা বন্দ্যোপাধ্যায় 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে মঙ্গলবারই রাজপথে মিছিল করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন...

মোদিকে জার্সি উপহার ভারতীয় দলের, বিশ্বকাপজয়ীদের সঙ্গে কী কথা বললেন প্রধানমন্ত্রী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(PM Narendra Modi)সঙ্গে দেখা করলেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটাররা। টিম ইন্ডিয়ার পক্ষ থেকে একটি জার্সি উপহার...
Exit mobile version