ব়্যাগিং রুখতে টোল ফ্রি নম্বর, পড়ুয়াদের জন্য ‘যোগ্যশ্রী’-‘স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম’: ঘোষণা মুখ্যমন্ত্রীর

ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের পড়ুয়াদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, স্টুডেন্স উইকের সমাপ্তিতে ধনধান্য স্টেডিয়াম থেকে আরও দুটি প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে ব়্যাগিং রুখতে কড়া পদক্ষেপ সরকারের। ব়্যাগিং সংক্রান্ত যে কোনও অভিযোগ জানাতে চালু হল টোল ফ্রি (Toll Free) নম্বর। মঞ্চ থেকে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

টোল ফ্রি নম্বর:
১৮০০৩৪৫৫৬৭৮

বাম আমালের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ মুখ্যামন্ত্রী বলেন, বাম আমলে ৩৪ বছর ক্লাস ৫ পর্যন্ত ইংরেজি পড়ানোই হয়নি। ইংরাজি না বলতে পারায় বাংলা মিডিয়ামের পড়ুয়াদের অবজ্ঞা করা হত। মমতার কথায়, “আমরা স্কুলে ইংরাজি পড়ানো চালু করেছি। আগে সরকারি আধিকারিকরা ইংরাজিতে চিঠি লিখতে পারতেন না। এখন WBCS অফিসারদের গ্রেট ব্রিটেনে পাঠানো হচ্ছে ৩মাসের কোর্সে“। মুখ্যমন্ত্রী বলেন, “নিজের মাতৃভাষা যেমন পড়তে হয়, ইংরাজিও পড়তে হয়।“

এদিন মঞ্চ থেকে দুটি প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী।

  • স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম
  • যোগ্যশ্রী

স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম
ছাত্রাবস্থা থেকেই সরকারি কাজের সঙ্গে যুক্ত হবেন তরুণরা।
১ বছরের জন্য সরকারি দফতরে ইন্টার্নশিপ করবেন ২৫০০ ছাত্র
যোগ্যতার মাপকাঠিতে চাকরি রিনিউ হতেপারে
মাসে ১০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে

যোগ্যশ্রী
বিভিন্ন সরকারি পরীক্ষা ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, চাকরির বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়
জেলায় জেলায় ৫০টি সেন্টার হবে
৪৬টি চাকরির প্রশিক্ষণ কেন্দ্র হবে

আগে ছাত্র-ছাত্রীদের পড়ার জন্য এই প্রকল্প, ঋণের ব্যবস্থা ছিল না। মুখ্যমন্ত্রী জানান, তিনি কলেজে ভর্তি হওয়ার সময় টাকার প্রয়োজন ছিল। বাড়ির অবস্থার কথা ভেবে নিজের মটরমালা বিক্রি করে কলেজে ভর্তি হন মমতা। কিন্তু এখন আর সেই দুর্ভোগ নেই। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে অত্যন্ত সুলভে ঋণ পায় পড়ুয়া। এরপরেই রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান দেন মুখ্যমন্ত্রী।

  • ৮৬ লক্ষ কন্যাশ্রী
  • ৩৭ লক্ষ তরুণের স্বপ্ন
  • ওবিসিদের জন্য রাজ্য সরকারের টাকায় মেধাশ্রী ২ লক্ষ ৮৬ হাজার
  • ১২ লক্ষ ছেলেমেয়ে সাইকেল পাবে
  • ৫৬ হাজার সিট বেড়েছে আইটিআই কলেজে

সাফল্যের খতিয়ান দেন মুখ্যমন্ত্রী

  • অল ইন্ডিয়ার ট্রেড টেস্টে সবথেকে বেশি পাশের হার বাংলার
  • ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগ করে যাতে সেখানে চাকরি পেতে পারে
  • তার জন্য স্কিল ট্রেনিং পেয়ে এগিয়ে যাচ্ছে।
  • স্কচ গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে
  • স্টার অফ গভর্নেন্স পেয়েছে এডুকেশন ডিপার্টমেন্ট

ব়্যাগিং নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ব়্যাগিং একটা অসুখ। নির্মূল করার জন্য কড়া পদক্ষেপ করছে সরকার। যে কোনও অভিযোগ জানাতে টোল ফ্রি নম্বর চালু করা হল। ফোন করলেই পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবে বলে আশ্বাস দেন মমতা।

পাঠক্রমে স্বামী বিবেকানন্দের লেখা কল টু দ্য নেশন অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

 

Previous articleবাংলাদেশের সঙ্গে সম্পর্ক অটুট রাখার আশ্বাস! হাসিনাকে জয়ের শুভেচ্ছা ভারতের
Next articleবিলকিস গণধর্ষণ মামলায় সুপ্রিম রায় বিজেপির গালে সপাটে থাপ্পড়, তোপ তৃণমূলের