Monday, November 10, 2025

স্বামীর থেকে দূরে রাখতেই ৪ বছরের সন্তানকে খুন মায়ের! সূচনা কাণ্ডে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

Date:

চার বছরের সন্তানকে হত্যার অভিযোগে গ্রেফতার হয়েছেন বেঙ্গালুরুর এক স্টার্টআপ সংস্থার কর্ণধার সূচনা শেঠ। তবে কেন নিজের একরত্তি ছেলেকে হত্যা করলেন মা? পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এলো খুনের পেছনে চাঞ্চল্যকর কারণ। দাবি করা হচ্ছে, ছেলের সঙ্গে বাবার (অভিযুক্তের প্রাক্তন স্বামী) মেলামেশা পছন্দ করতেন না সূচনা। ছেলের থেকে বাবাকে দূরে করতে পৃথিবী থেকেই একেবারে ছেলেকে সরিয়ে ফেলেছেন তিনি।

সন্তানকে খুনের পিছনের কারণ প্রসঙ্গে পুলিশ সূত্রে খবর, ২০১০ সালে কেরলের ভেঙ্কট রমনের সঙ্গে বিয়ে হয় সূচনার। ২০১৯ সালে তাঁদের একটি পুত্রসন্তান হয়। কিন্তু এর এক বছরের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। ২০২০ সালের বিচ্ছেদের দাবি নিয়ে আদালতের দারস্ত হন সূচনা এবং ভেঙ্কট। বিচ্ছেদের সময় ছেলে অত্যন্ত ছোট থাকায় ছেলের দায়িত্ব মাকেই দিয়েছিল আদালত। তবে রবিবার করে বাবা-ছেলের দেখা করার অনুমতিও দিয়েছিল আদালত। আর সেইটাই পছন্দ করতেন না সূচনা। স্বামী তাঁর থেকে ছেলেকে কেড়ে নেবে, এই ভয়ই গ্রাস করতে শুরু করেছিল তাঁকে। ছেলেকে বাবার থেকে দূর করতেই তাকে খুন করলেন বেঙ্গালুরুর স্টার্টআপ সংস্থার কর্ণধার।

উল্লেখ্য, ৬ জানুয়ারি শনিবার ছেলেকে গোয়ায় ঘুরতে নিয়ে আসেন তিনি। ক্যান্ডোলিমে নামের একটি হোটেলে ওঠেন মা-ছেলে। কিন্তু সোমবার হোটেল থেকে চেক আউটের সময়ে তিনি একা ছিলেন। সঙ্গে ছিল একটি বড় ব্যাগ। হোটেল থেকেই একটি ট্যাক্সি বুক করে তিনি রওনা দেন বেঙ্গালুরুর উদ্দেশে। সূচনা হোটেলের ঘর ছাড়ার পর সেই ঘর পরিষ্কার করতে এসে মেঝেতে রক্তের দাগ দেখতে পান কর্মচারীরা। পুরো বিষয়টা হোটেল কর্তৃপক্ষকে জানান কর্মীরা। এরপরেই তাঁরা খবর দেন পুলিশে। পুলিশ এসে যোগাযোগ করেন ওই ট্যাক্সি চালকের সঙ্গে। কর্নাটকের চিত্রদুর্গ থেকে ব্যাগে ছেলের দেহ সহ গ্রেফতার হন সূচনা শেঠ।

Related articles

আছড়ে পড়ল সুপার টাইফুন উ-ওয়ং, ফিলিপিন্সে সুনামির স্মৃতি

প্রবল শক্তিশালী সুপার টাইফুন উ-ওয়ং আছড়ে পড়ল ফিলিপিন্সের অরোরা উপকূলে। রবিবার রাতে এই সুপার টাইফুনের (super typhoon) ল্যান্ডফলের...

নোটবন্দির মতো ভোটবন্দি! SIR স্থগিত করা উচিৎ: বৈধ না কাটলে প্রত্যাঘাতের বার্তা মমতার

নোটবন্দির মতো ভোটবন্দি করছে মোদি সরকার। ফের বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

GST তুলে দেওয়া উচিত: বিপর্যয়ে কোন বছর কত কোটির বঞ্চনা কেন্দ্রের, হিসাব পেশ মুখ্যমন্ত্রীর

আমফান থেকে রেমাল বা ডানা। যে কেন্দ্রের সরকার সাধারণ মানুষের ন্যায্য বাড়ি তৈরির বা একশো দিনের কাজের টাকা...

উত্তরের ভূমিকন্যাকে উত্তরকন্যা থেকে উপহার মুখ্যমন্ত্রীর, বিশ্বজয়ী ক্রিকেটারের নামে ক্রিকেট স্টেডিয়াম

বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য উত্তরের ভূমিকন্যা রিচা ঘোষ (Richa Ghosh)। CAB-তে তাঁকে বঙ্গভূষণ সম্মান, রাজ্য পুলিশের...
Exit mobile version