মঙ্গলবার সকালে প্রবল ভূকম্পনে জেগে উঠল দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া (Indonesia)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৭। তবে এই কম্পনের জেরে সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাসের সম্ভাবনা নেই, ফলে সুনামি সতর্কতাও জারি হয়নি। তবে ১ জানুয়ারি জাপানে ভূমিকম্প ও সুনামির পর সতর্ক ভারত মহাসাগর (Indian Ocean) তীরের সব দেশ।

ভূমিকম্পের কেন্দ্র ছিল ইন্দোনেশিয়ার তালাউ (Talaud) দ্বীপ। ভূপৃষ্ঠের ৮০ কিমি গভীরে ভূমিকম্পের উৎপত্তি। বেশি গভীরতায় ভূমিকম্পের উৎপত্তির কারণে সমুদ্রে জলোচ্ছ্বাস হয়নি বলে অনুমান আবহাওয়াবিদদের। তবে ১ জানুয়ারি প্রায় সমান মাত্রার ভূমিকম্পের পর যেভাবে সুনামির কবলে পড়েছিল দ্বীপরাষ্ট্র জাপান (Japan) তার পরে সতর্ক ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর তীরবর্তী সব দ্বীপ। আমেরিকার সুনামি সতর্কতা গবেষণা সংস্থাও নজর রেখেছে গভীর সমুদ্রের পরিবর্তনের দিকে।

বছরের প্রথম দিন জাপানে যে ভূমিকম্প হয়েছিল তা বিগত আট বছরের মধ্যে সবথেকে ধ্বংসাত্মক (deadliest) ছিল। ভূমিকম্প ও সুনামি প্রবণ জাপানেও মৃতের সংখ্যা ১৪০ ছাড়িয়েছে। নিখোঁজ প্রায় ২০০ মানুষ। একাধিক দ্বীপ ও শহরের সঙ্গে এখনও যোগাযোগ বিচ্ছিন্ন। মাত্র নয়দিনের ব্যবধানে আবার ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের জেরে স্বাভাবিকভাবে আশঙ্কার মধ্যে দুই মহাসাগর এলাকার দ্বীপগুলি।
