Thursday, August 28, 2025

মধ্যরাতে কলকাতায় এলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) আধিকারিক রাহুল নবীন (Rahul Nabin)। আজই শহরের ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সূত্রের খবর সন্দেশখালির (Sandeshkhali Incident)ঘটনা নিয়ে বেশ কিছু নির্দেশ দেবেন রাহুল। ইতিমধ্যেই রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার (Rajib Kumar) সন্দেশখালির প্রসঙ্গে জানিয়েছেন, অপরাধীদের রেয়াত নয়। যাঁরা যাঁরা আইন নিজের হাতে তুলে নিয়েছেন, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে কঠিনতম পদক্ষেপ করা হবে।

১৯৯৩ ব্যাচের আইআরএস রাহুল নবীন গত বছরের সেপ্টেম্বর থেকে ইডি-র বিশেষ অধিকর্তা পদে রয়েছেন । তার আগে তিনি ইডি-র সদর দফতরে প্রধান ভিজিল্যান্স অফিসার ছিলেন। সন্দেশখালির ঘটনায় ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার পর কেন্দ্রীয় এজেন্সির অফিসারদের নিরাপত্তা এবং যে কোনও মামলায় ‘অভিযুক্ত’ ব্যক্তিদের বাড়িতে হানা দেওয়ার সময় ঠিক কতটা সতর্ক থাকা দরকার এই সংক্রান্ত আলোচনা হবে আজ। গত শুক্রবার সকালে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে রেশন মামলার তদন্তে শাহজাহান শেখের বাড়িতে হানা দেয় পাঁচ ইডি আধিকারিকের একটি দল। তৃণমূল নেতার বাড়ির সামনে গিয়ে তাঁকে ডাকাডাকি করেন ইডি আধিকারিকরা। ভিতর থেকে সাড়াশব্দ না মেলায় দরজা ভাঙার চেষ্টা হয়। ঠিক সেই সময়েই তাঁদের ঘিরে ফেলে মারধর শুরু হয় বলে অভিযোগ। সরিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীকেও, ভাঙচুর চলে গাড়িতে। সেই সময়েই তিন ইডি আধিকারিক জখম হন। এর পর ইডি আধিকারিকরা এলাকা ছাড়তে বাধ্য হন।বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যের বাড়িতে একই মামলায় তল্লাশি চালানোর সময়ও আক্রান্ত হয় ইডি। দু’টি ঘটনাতেই রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছে কেন্দ্রীয় এজেন্সি। ইডির বিরুদ্ধে মামলা করেছে রাজ্য পুলিশও।

Related articles

বিজেপির আছে এজেন্সি-ক্ষমতা আমাদের আছে মমতা: বিজেপিকে কটাক্ষ করে জবাব সায়নীর

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ মঞ্চ থেকে তৃণমূল সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni...

TMCP-র প্রতিষ্ঠা দিবসে বাংলার অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রীর কথা-সুরে গান ইন্দ্রনীলের 

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠান মঞ্চে বাংলা ও বাঙালি অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

আগে মানুষ সরকার বেছে নিত, কেন্দ্রীয় সরকার ভোটার বেছে নিচ্ছে: বিজেপিকে তুলোধনা অভিষেকের

”আগে মানুষ নিজের ভোটাধিকার বলে সরকার বেছে নিত, এখন সরকার নিজেদের স্থায়িত্ব বাড়ানোর জন্য পছন্দ মতো ভোটার বেছে...

লড়ব-গড়ব-জিতব: আঠাশের মঞ্চ থেকে ছাব্বিশের ভোটের বার্তা তৃণাঙ্কুরের

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের মেগা-সমাবেশের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur...
Exit mobile version