Sunday, May 4, 2025

জয় দিয়ে সুপার কাপের অভিযান শুরু লাল-হলুদের, জোড়া গোল ক্লেটনের

Date:

Share post:

জয় দিয়ে সুপার কাপের অভিযান শুরু ইস্টবেঙ্গল এফসি। এদিন প্রথম ম্যাচে হায়দরাবাদ এফসিকে ৩-২ গোলে হারালো কার্লোস কুয়াদ্রাতের দল। লাল-হলুদের হওয়ে জোড়া গোল অধিনায়ক ক্লেটন সিলভার। একটি গোল ক্রেসপোর।

ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম্যাচের ৮ মিনিটের মাথায় নিশু কুমারের ক্রস ক্লেটন হেডে নামিয়ে পাঠায় নন্দ কুমারকে। তবে নন্দর শট মাঠের বাইরে পাঠান কাট্টিমানি।এরপর ম্যাচের ১০ মিনিটের মাথায় আরও একটা সুযোগ চলে এসেছিল লাল-হলুদের সামনে। তবে বড় মিস করেন ক্লেটন সিলভা। পুরো ওপেন গোলের সুযোগ মিস করেন তিনি। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি কুয়াদ্রাতের দলকে। ম্যাচের ৩৩ মিনিটে গোল পেয়ে যায় ইস্টবেঙ্গল। লাল-হলুদের হওয়ে গোলটি করেন সেই ক্লেটন সিলভা। ইস্টবেঙ্গল অধিনায়ক একটি দুর্দান্ত ভলিতে লাল-হলুদকে ১-০ এগিয়ে দেন। রাকিপের ক্রস ধরে তিনি জালে বল জড়ান। এদিন ম্যাচে নন্দকুমার, ক্লেটন এবং নিশু-এই ত্রিফলার আক্রমণে বার বার কেঁপে ওঠে হায়দরাবাদের রক্ষণ। তবে লাল-হলুদ এই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ম্যাচের ৪৪ মিনিটে হায়দরাবাদের হওয়ে সমতা ফেরান রামহলুঞ্চুঙ্গা। মূলত ইস্টবেঙ্গলের রক্ষণের গা-ছাড়া মনোভাবের কারণেই গোল হজম করতে হয়। প্রথমার্ধে ম্যাচের ফলাফল থাকে ১-১।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁঝ বজায় থাকে লাল-হলুদের। যার ফলে ম্যাচের ৫৩ মিনিটে গোল পায় কুয়াদ্রাতের দল। লাল-হলুদের গোল সেই ইস্টবেঙ্গল অধিনায়ক ক্লেটনের। দুরন্ত শটে দলকে ২-১ এগিয়ে দেন ক্লেটন সিলভা । এরপর ফের আবার আক্রমণে যায় লাল-হলুদ। ম্যাচের ৭২ মিনিটে বোরহা ফ্রিকিক থেকে দুরন্ত একটি শট নেন। বলটি বেঁকেও যায়। পোস্টে লাগে বল। তবে এরই মধ্যে পেনাল্টি পায় হায়দরাবাদ। ম্যাচের ৭৭ মিনিটে বক্সের ভেতরে হায়দরাবাদের নুঙ্গাকে ফাউল করে বসেন হিজাজি।পেনাল্টি পায় হায়দরাবাদ।সেই সুযোগ কাজে লাগাতে কোনও ভুল করেননি নিম দর্জি তামাং। হায়দরাবাদের হওয়ে ২-২ করেন তিনি। তবে এরই মাঝে গোল পেয়ে যায় ইস্টবেঙ্গল। ম্যাচের ৭৯ মিনিটে লাল-হলুদের হওয়ে ৩-২ করেন ক্রেসপো। বোরহার কর্নার কিক থেকে ফ্রি হেডারে গোল করেন তিনি। এরপর আক্রমণে গেলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি লাল-হলুদ। শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতেই মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল। এর ফলে ৩ পয়েন্ট পেল কুয়াদ্রাতের দল।

আরও পড়ুন- স্বপ্নপূরণ, রাষ্ট্রপতির হাত থেকে অর্জুন পুরস্কারে সম্মানিত হলেন মহম্মদ শামি

 

spot_img
spot_img

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...