Saturday, August 23, 2025

কর্ণাটক বিধানসভার সামনে আত্মহত্যার চেষ্টা! ৮ সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের পুলিশের

Date:

বেঙ্গালুরুতে কর্ণাটক বিধানসভার সামনে একই পরিবারের আটজন আত্মহত্যার চেষ্টা করার ঘটনা প্রকাশ্যে এসেছে। এই প্রসঙ্গে পুলিশ জানিয়েছে বকেয়া পুনরুদ্ধারের জন্য একটি ব্যাঙ্ক অসহায় এক পরিবারের বাড়ি নিলাম করার ফলে পরিবারের সদস্যরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন বলে অনুমান। আজ মহিলা ও শিশু সহ পরিবারের সদস্যরা বিধান সৌধের (কর্নাটক বিধানসভা) বাইরে নিজেদের গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালানোর চেষ্টা করেন। দ্রুত পুলিশ সেই ঘটনা আটকানোর পাশাপাশি পরিবারের সদস্যদের গারিতে করে নিয়ে যাওয়ার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে যে, আদা চাষের ব্যবসা শুরু করার জন্য ২০১৬ সালে বেঙ্গালুরু সিটি কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে ৫০ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন তাঁরা। কিন্তু চাষের কাজে ক্ষতি হওয়ায় তাঁরা লোন শোধ করতে অক্ষম। সাহায্য চেয়ে পরিবারটি কর্ণাটকের মন্ত্রী জমির আহমেদ খানের কাছে যায়। কিন্তু ঋণের সুদ কমানোর জন্য মন্ত্রীর আশ্বাস সত্ত্বেও, ব্যাঙ্ক উচ্চ হার আরোপ করেছে বলে অভিযোগ। ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থতার কারণে ব্যাঙ্ক বকেয়া পুনরুদ্ধারের জন্য তাঁদের বাড়ি নিলামের সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে পরিবারকে চরম পদক্ষেপ নিতে প্ররোচিত করে বলে অভিযোগ।ব্যাঙ্ক আধিকারিকরা শুধুমাত্র ১.৪১ কোটি টাকায় পরিবারের বাসস্থানের নিলাম প্রক্রিয়া শুরু করেছিল। অথচ, ঐ বাড়িটির বর্তমান বাজারদর প্রায় ৩ কোটি টাকা।ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) দুটি ধারার অধীনে পরিবারের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে। ওই পরিবারের এক মহিলা সদস্যা এই বিষয়ে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কাছে ন্যায়বিচারের দাবি করেছেন।

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version