Tuesday, August 26, 2025

আদালতের বাইরে উদ্দেশ্যপূর্ণ বক্তব্য! সুপ্রিম কোর্টে ২ বিচারপতির ‘মুখে লাগাম’ পরানোর আর্জি অভিষেকের

Date:

আদালতের বাইরে রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ বক্তব্য! এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) এবং বিচারপতি অমৃতা সিনহার (Amrita Sinha) বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর আর্জি, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে হস্তক্ষেপ করুন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি। ইতিপূর্বে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অপসারণ চেয়ে শীর্ষ আদালতে গিয়েছিলেন তৃণমূল ছাত্র সংগঠনের নেতা সুদীপ রাহা। এবার বিচারপতির বিরুদ্ধে শীর্ষ আদালতে অভিষেক।

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বুধবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাশাপাশি, শীর্ষ আদালতে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকেও মামলা সরানোর জন্য আবেদন জানিয়েছেন তিনি। ডায়মন্ড হারবারের সাংসদের আর্জি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে একটি বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ দেওয়া হোক। যে বেঞ্চ নিয়োগ সংক্রান্ত যাবতীয় মামলা শুনবে। বিশেষ করে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে যে মামলাগুলি আছে সেগুলি সরিয়া নেওয়া হোক বিশেষ বেঞ্চে।

অন্যদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে, আদালতের বাইরে বারবার তিনি একপক্ষের বয়ান তুলে ধরছেন। বিচারাধীন বিষয় নিয়ে বাইরে কথা বলছেন। অভিষেকের(Abhishek Banerjee) আর্জি, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে এই ধরনের আচরণ থেকে বিরত থাকার নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। এমনকী, রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ বক্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট-এই আর্জিও জানানো হয়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অপসারণ চেয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা সুদীপ রাহা।


Related articles

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...
Exit mobile version