Sunday, August 24, 2025

ক্রীড়া জগতের সঙ্গে বলিউডের সম্পর্ক বহুবার খবরের শিরোনামে এসেছে। কিন্তু ফুটবল বিশ্বের নক্ষত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর চুম্বনের ঘটনা গোটা বিশ্বকেই কার্যত স্তম্ভিত করে দিয়েছিল। প্রশ্ন উঠেছিল, রোনাল্ডোকে আদৌ স্বেচ্ছায় চুমু খেয়েছিলেন কি বিপাশা?এতদিন পর অবশ্য মুখ খুললেন বিপাশা।

কিংবদন্তী তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিলাসবহুল জীবনযাপন করবেন, এটাই স্বাভাবিক। এই পরিস্থিতিতে ২০০৭ সালে রোনাল্ডোকে নিয়ে গোটা ফুটবল দুনিয়ায় মাতামাতি শুরু হয়েছিল।বিশ্বের ফুটবলপ্রেমীদের সঙ্গে রোনাল্ডো ‘জাদু’তে মুগ্ধ হয়েছিলেন বিপাশা বসুও।সেই সময় সেকথা অকপটে জানিয়েছিলেন বলিউড অভিনেত্রী।এই পরিস্থিতিতে সিআর-সেভেন এবং বিপাশার যখন মুখোমুখি সাক্ষাৎ হয়েছিল, সেইসময় একটি পার্টির আয়োজন করা হয়। সেই পার্টিতে তাঁরা একে অপরকে ঘনিষ্ঠ চুম্বন করেছিলেন। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল হয়েছিল।সেই প্রসঙ্গ উঠলে আজও আলোচনা হয়। এমনকী, দুজনে পর্তুগালের লিসবনে একটি হোটেলে রাত কাটান বলেও দাবি করা হয়েছিল। যদিও এই বিষয়ে দুজনের কেউই মুখ খোলেননি।

এবার এই বিষয়ে কথা বলতে গিয়ে বিপাশা বসু বলেছেন, ‘রোনাল্ডোর সঙ্গে দেখা করা, আমার কাছে স্বপ্নের মতো ছিল। অনুষ্ঠান শেষ হওয়ার পর আমরা ক্লাবিংয়ের জন্য বাইরে গিয়েছিলাম। এই অভিজ্ঞতা অসাধারণ ছিল। রোনাল্ডো আমাকে কিউটি বলে সম্বোধন করেছিল। তবে বর্তমানে ও আমার খুব ভালো বন্ধু। রোনাল্ডো আমাকে কথা দিয়েছিল যে ওর প্রতিটা ম্যাচেই আমাকে আমন্ত্রণ জানাবে।সেই বন্ধুত্ব আজও অটুট বলে জানিয়েছেন অভিনেত্রী।

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...
Exit mobile version