টিভিতে লাইভ শো চলাকালীন স্টুডিওতে দুষ্কৃতী! তারপর…

ইকুয়েডর জুড়ে দু*ষ্কৃতী দলের তাণ্ডবকে 'অভ্যন্তরীণ সশ*স্ত্র সং*ঘর্ষ' আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া । যার ফলে আগামী ৬০ দিনের জন্য দেশজুড়ে জরু*রি অবস্থা জারি করেছেন তিনি।

টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠান চলছিল, আচমকাই স্টুডিওতে প্রবেশ করলেন সশস্ত্র দুষ্কৃতীরা। সবটাই ধরা পড়ল সম্প্রচারে। স্টুডিওতে গুলির শব্দ পেয়ে রীতিমতো আতঙ্ক ছড়ায় চ্যানেলের কর্মীদের মধ্যে। ইকুয়েডরের (Ecuador) এই ঘটনা কার্যত সংবাদের শিরোনামে উঠে এসেছে। সেই দেশে রবিবার জেল ভেঙে পালায় কুখ্যাত দুষ্কৃতী তারপর থেকেই এই ধরণের অসামাজিক কাজকর্ম বেড়েছে বলে খবর। মঙ্গলবার গুয়াইয়াক্যুইল শহরে সরকারি টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার চলাকালীন স্টুডিওতে প্রবেশ করে চ্যানেল উড়িয়ে দেওয়া এমনকি খুন করার হুমকি দেন মুখোশ পরা একদল দুষ্কৃতী। গোটা ঘটনা ভাইরাল স্যোশাল মিডিয়ায়।

দক্ষিণ আমেরিকার ছোট দেশ ইকুয়েডরে (Ecuador)দুষ্কৃতীদের তাণ্ডবে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। রেহাই পেল না সংবাদমাধ্যমও। লাইভ অনুষ্ঠান চলাকালীন স্টুডিওতে বন্দুক, ডিনামাইট, গ্রেনেড হাতে দুষ্কৃতীদের তাণ্ডবের মাঝে অ্যাঙ্করকে দেখা যায় হাতজোড় করে প্রাণভিক্ষা চাইছেন। এরপর কিছু গুলির শব্দ তারপর বিচ্ছিন্ন হয়ে যায় সংযোগ। তবে কী কারণে টিভি চ্যানেলে হামলা হল তা এখনও স্পষ্ট নয়। ইকুয়েডর জুড়ে দুষ্কৃতী দলের তাণ্ডবকে ‘অভ্যন্তরীণ সশস্ত্র সংঘর্ষ’ আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া ।যার ফলে আগামী ৬০ দিনের জন্য দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন তিনি।