Tuesday, November 11, 2025

মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদ বন্দি রয়েছে পাকিস্তানের জেলে। সন্ত্রাসে মদত দেওয়ার পাশাপাশি ৭ টি মামলায় তাঁকে ৭৮ বছরের সাজা সুনিয়েছে পাক আদালত। এমনটাই জানালো রাষ্ট্রসংঘ। শুধু তাই নয় রাষ্ট্রসংঘের বয়ানে আরও জানানো হয়েছে, ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের জেলে বন্দি এই জঙ্গি।

মুম্বই হামলার পর থেকেই ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকাতেও রয়েছে লস্কর-ই-তইবার (Lashkar-E-Taiba) প্রতিষ্ঠাতা। হাফিজের মাথার দাম এক কোটি ডলার ধার্য করেছে আমেরিকা। এদিকে ২০০৮ সালের ডিসেম্বর মাসে এই জঙ্গিকে আন্তর্জাতিক জঙ্গি তকমা দিয়েছিল রাষ্ট্রসংঘ। এতকিছুর পরও শোনা যাচ্ছিল পাকিস্তানের মাটিতে আইএসআই-এর দেখভালে বহাল তবিয়তে রয়েছে এই জঙ্গি। এমনকি রাজনৈতিক দল গড়ে দেশের সাধারণ নির্বাচনেও অংশ নিতে পারে সে। এই অবস্থার মাঝেই এবার রাষ্ট্রসংঘের তরফে বিবৃতি দিয়ে জানানো হল, ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি থেকে পাক জেলে বন্দি রয়েছে হাফিজ সইদ।

অন্যদিকে, গত ডিসেম্বরেই হাফিজ সইদের প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছিল ভারত। এই বিষয়ে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বলেন, “পাকিস্তান ভারত সরকারের অনুরোধ গ্রহণ করেছে। তারা তথাকথিত আর্থিক তছরুপ মামলায় জড়িত হাফিজ সইদের প্রত্যর্পণ চাইছে। কিন্তু এটাও মনে রাখা দরকার ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও প্রত্যর্পণ চুক্তি নেই।”

Related articles

আস্ত একটা বিশ্ববিদ্যালয়ই জঙ্গির আঁতুড়ঘর! পুরুষের পরে মহিলা চিকিৎসকের আড়ালেও জঙ্গীনেত্রী

একটা বিস্ফোরণ। তার জেলে রুটিন তল্লাশি। ঠিক যেভাবে অন্যান্য একেকটা নাশকতার পরে চলতে থাকে। তবে জঙ্গি আঁতুড়ঘর যে...

এবার হার্ট-লিভার-কিডনি ব্যাঙ্কের পরিকল্পনা: মোবাইল মেডিক্যাল ইউনিট উদ্বোধনে জানালেন মুখ্যমন্ত্রী

উদ্বোধন হল ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের। মঙ্গলবার স্বাস্থ্য ভবনে এসে এই প্রকল্প উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata...

ইডেনে ঘূর্ণি পিচের আভাস, স্পিনারদের বিরুদ্ধে প্রস্তুতিতে জোর গিলদের

শীতের শুরুতেই কলকাতায় ক্রিকেট কার্নিভাল। ভারত-দক্ষিণ আফ্রিকা(India VS South Afrcia) প্রথম টেস্টের আগে চর্চায় ইডেনের  পিচ। শহরে আসার...

উপযুক্ত তথ্য-প্রমাণ পেলে SIR বাতিল করা হবে: তৃণমূলের মামলায় পর্যবেক্ষণে মন্তব্য বিচারপতি সূর্যকান্তর

অভিযোগ সংক্রান্ত উপযুক্ত তথ্য প্রমাণ পেলে SIR বাতিল করা হবে। মঙ্গলবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) শুনানিতে মন্তব্য বিচারপতি...
Exit mobile version