৩৬ কলেজ অধ্যক্ষদের নিয়ে NAAC স্বীকৃতির প্রস্তুতি কর্মশালা

প্রস্তুতি কর্মশালায় উপস্থিত ছিলেন কলেজের পরিচালন সমিতির সভাপতি অধ্যাপক ও সাংসদ সৌগত রায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইসি ও বিশ্ববিদ্যালয় মেন্টর অধ্যাপক দেবাশিষ বিশ্বাস

রাজ্যের সব সরকারি ও সরকার পোষিত কলেজগুলির ন্যাশানাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল বা ন্যাকের (NAAC) স্বীকৃতির পাওয়ার জন্য রাজ্য সরকার দীর্ঘদিন ধরেই সচেষ্ট। সেই স্বীকৃতি পাওয়ার প্রশিক্ষণে আয়োজন করা হয় কর্মশালাও। মঙ্গলবার এরকমই একটি প্রস্তুতি কর্মশালায় উপস্থিত ছিলেন কলেজের পরিচালন সমিতির সভাপতি অধ্যাপক ও সাংসদ সৌগত রায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইসি ও বিশ্ববিদ্যালয় মেন্টর অধ্যাপক দেবাশিষ বিশ্বাস, নিউ আলিপুর কলেজের অধ্যক্ষ এবং রাজ্য স্তরের মেন্টর ড: জয়দীপ সারঙ্গী, স্কটিশচার্চ কলেজের অধ্যাপক এবং জেলা স্তরের মেন্টর ডক্টর সম্রাট ভট্টাচার্য,  উইমেন্স কলেজ ক্যালকাটার অধ্যক্ষা ডঃ অনুপমা চৌধুরী এবং পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি শ্রী জয়দীপ মুখোপাধ্যায় এবং জেডিপিআই শ্রী আশিষ ঘোষ।

মঙ্গলবারের কর্মশালা অনুষ্ঠিত হয় ৩৬টি কলেজকে নিয়ে। উপস্থিত ছিলেন কলেজগুলির অধ্যক্ষরা। এই প্রশিক্ষণের সাহায্যেই এই শিক্ষাবর্ষে সরকারি ও সরকার পোষিত কলেজগুলি NAAC স্বীকৃতি পেতে আশাবাদী।

কর্মশালার সমাপ্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেহালা কলেজের অধ্যক্ষ এবং ন্যাক পিয়ার টীম সদস্য (NAAC PEER TEAM MEMBER) ড: শর্মিলা মিত্র। এই সেশন এ উপস্থিত ছিলেন চিত্তরঞ্জন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শ্যামলেন্দু  চট্টোপাধ্যায়।