Wednesday, August 27, 2025

খাতায় কলমে হিসেব করলে প্রায় ৪২৭ দিন পর দেশের জার্সি গায়ে ২০-২০ ফরম্যাটে ফিরছেন ভারতের হিটম্যান। হার্দিক (Hardik Pandya)এবং সূর্য (Surya Kumar Yadav)বাইরে থাকায় নির্বাচকরা রোহিত শর্মার (Rohit Sharma)নেতৃত্বের উপরেই আস্থা রেখেছেন।মহেন্দ্র সিং ধোনির (Mahendra Sing Dhoni)পরে রোহিতই ভারতকে একেবারে বিশ্বকাপ জয়ের দোরগোড়ায় পৌঁছে দিতে পেরেছিলেন। যদিও ২০২৩-এ স্বপ্ন ভঙ্গ হয় দেশের ক্রীড়াপ্রেমিদের। কিন্তু এবার নতুন করে রেকর্ড গড়ার স্বপ্ন দেখতে শুরু করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের (MI)প্রাক্তন অধিনায়ক। আগামিকাল থেকে শুরু হতে চলা আফগানিস্তান সিরিজ জিততে পারলেই টি২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভাঙার সুযোগ রোহিতের কাছে।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারের পর থেকে আর রোহিত শর্মাকে ভারতের টি-টোয়েন্টি দলে দেখা যায়নি। অনেকেই ভেবেছিলেন যে আর বোধহয় এই ফরম্যাটে ফিরবেন না মুম্বইয়ের তারকা। বিশ্বকাপে তিনি ক্যাপ্টেন এবং ব্যাটার হিসেবে টিম ইন্ডিয়াকে ভরসা জুগিয়েছেন। এবার ঘরের মাঠে আফগানদের হারাতে পারলেই নিজের অধিনায়কত্বের ক্যারিয়ারে বড় সাফল্য পাবেন রোহিত। ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সব থেকে বেশি ম্যাচ জেতার রেকর্ড রয়েছে ধোনির। ৭২টি ম্যাচে অধিনায়কত্ব করে ৪২টি ম্যাচ জিতেছেন তিনি। রোহিত রয়েছেন দ্বিতীয় স্থানে। ৫১টি ম্যাচে নেতৃত্ব দিয়ে রোহিত জিতেছেন ৩৯টি ম্যাচ। অর্থাৎ, ঘরের মাঠে আফগানিস্তানকে তিনটি ম্যাচেই হারাতে পারলে রোহিতেরও ৪২টি জয় হয়ে যাবে। অর্থাৎ ধোনিকে ছুঁয়ে ফেলবেন তিনি।

Related articles

শান্তনুর বিদেশী মেডিক্যাল ডিগ্রি নিয়ে বিতর্ক, এবার রাজ্যকে খতিয়ে দেখতে বলল রাজভবন

বিদেশী মেডিক্যাল ডিগ্রি নিয়ে বিতর্ক। এবার রাজভবনের নজরে ডা শান্তনু সেন (Shantanu Sen)। অভিযোগ, চিকিৎসা করতে গিয়ে সত্যিই...

ভারতের অন্তত ৬ লক্ষ কোটির বাজারে ধাক্কা মার্কিন শুল্ক নীতির

বুধবার থেকে ভারতীয় পণ্যের উপর অন্তত ৫০ শতাংশ করে শুল্ক (tariff) লাগু করে দিয়েছে আমেরিকা। খুব সোজা কথায়...

কমনওয়েলথে ভারোত্তোলনে বিশ্বরেকর্ড বাংলার মেয়ে কোয়েলের, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর 

ভারোত্তোলনে কমনওয়েলথ ইয়ুথ চ্যাম্পিয়নশিপে (Commonwealth weightlifting championship) বাংলার জয়জয়কার। মোট ১৯২ কেজি ভারোত্তোলন করে বিশ্বরেকর্ড বাংলার মেয়ে কোয়েল...

আইপিএল থেকেও অবসর নিলেন, বাইশ গজকে এখনই বিদায় জানাচ্ছেন না অশ্বিন

গত বছরের ডিসেম্বরে বর্ডার-গাভাসকার ট্রফি চলাকালীন টেস্ট(test) ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin )। একদিনের(ODI) ও...
Exit mobile version