Thursday, August 28, 2025

গাজায় রাতভর ইজরায়েলের হামলায় মৃত্যু হল অন্তত ৭০ জনের। এই হামলায় ১৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ইজরায়েল সেনাসূত্রে জানা গিয়েছে, বুধবার অবধি মধ্য ও দক্ষিণ গাজার অন্তত ১৫০ জায়গায় বোমা হামলা চালানো হয়েছে। এই হামলায় অন্তত ১২ জন জঙ্গি মারা গিয়েছে বলে দাবি করেছে ইজরায়েল সেনা। যদিও গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য দফতরের দাবি, এই হামলায় ৭০ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।

তবে গত ৩ মাস ধরে চলতে থাকা এই যুদ্ধ যে এখনই থামছে না, এমনটাই বার্তা দিয়েছে ইজরায়েল। নেতানিয়াহুর দেশের তরফে স্পষ্ট জানানো হয়েছে, যতদিন না গাজা থেকে পুরোপুরি নিঃশেষ হয়ে যাচ্ছে হামাস। এবং তাদের হাতে বন্দি থাকা ১২৯ পণবন্দি মুক্তি পাচ্ছে ততদিন পর্যন্ত চলবে এই আক্রমণ। এদিকে গাজার মাটিতে হামলা চালাতে গিয়ে ইজরায়েলের ৯ সেনার মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। সবমিলিয়ে যুদ্ধে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ১৮৭ জনে দাঁড়িয়েছে।

অক্টোবর মাসে হামাসের হামলায় ইজরায়েলে ১২০০ মানুষের মৃত্যু হয় ও পণবন্দি হন ২৪০ জন। এরপর পাল্টা ৩ মাস ধরে ইজরায়েল ও হামাসের মধ্যে চলতে থাকা যুদ্ধে গাজায় মৃত্যু হয়েছে ২৩ হাজার ৩০০ জনের। বুধবার এই তথ্য প্রকাশ করেছে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য দফতর। গাজার বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং গাজার ২.৩ মিলিয়ন জনসংখ্যার ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version