Thursday, August 28, 2025

শাহজাহানের সঙ্গে ছবি! সন্দেশখালি কাণ্ডে শুভেন্দুকে অন্তর্ভুক্ত করে তদন্ত হোক, দাবি কুণালের

Date:

বিজেপিতে যোগ না দেওয়াতেই সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহানের পিছনে ইডিকে লেলিয়ে দিয়েছে গদ্দার শুভেন্দু অধিকারী, এমনই বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। শুভেন্দুর সঙ্গে শাহজাহানের সম্পর্ক নিয়ে সরব হয়ে সুকুমার শাহজাহানের সঙ্গে শুভেন্দুর একটি ছবি সামনে এনেছেন। তাঁর দাবি, বিজেপিতে আসতে রাজি না হওয়ায়, শাহজাহানের পিছনে ইডিকে লাগিয়ে দেন শুভেন্দু। ইডিকে দিয়ে বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে।

এবার শাহজাহান কাণ্ডে শুভেন্দুকে অন্তর্ভুক্ত করার দাবি জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তৃণমূল নেতা বলেন, ”যে কোনও এজেন্সির উচিত এই ইস্যুতে শুভেন্দুকেই জেরা করা। ছবিতে শুভেন্দুর সঙ্গেই শাহজাহান শেখকে দেখা গিয়েছে। আসলে শুভেন্দু কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ছে। ছবিতে তো শুভেন্দুর সঙ্গেই ওকে দেখা যাচ্ছে। তাহলে এটা ধরে নিতে হচ্ছে, শুভেন্দুর সঙ্গে শাহজাহানের যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল। পরিচয়, যোগাযোগ ছিল। ফলে শুভেন্দুকেই জেরা করা উচিত।”

কুণালের সংযোজন, “একটা অভিযোগ আসছে, শুভেন্দু নাকি শাহজাহানকে বিজেপিতে যোগ দিতে বলেছিল। আর সেটা হয়নি বলেই ওর পিছনে ইডিকে লেলিয়ে দিয়েছে। তাকে বদনাম করে, তল্লাশি চালিয়ে, আতঙ্ক ছড়িয়ে, হেনস্থা করে বিজেপিতে টানার চেষ্টা হচ্ছে। ফলে এই সবকিছু নিয়ে তদন্ত দরকার। আর ছবি যখন সামনে এসেছে, তখন শুভেন্দুকে তদন্ত থেকে বাদ দেওয়া যাবে না। সিবিআই, ইডি, এনআইএ বিজেপির শাখা সংগঠন। ওদের দিয়েই তো চাপ দেওয়া হয়। এগুলি দিয়েই তো প্ররোচনা ছড়ানো হয়। ফলে শুভেন্দুর যে ছবি দেখা গিয়েছে তাতে শাহাজাহান তদন্তে শুভেন্দুকে অন্তর্ভুক্ত করা হোক।”

Related articles

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...
Exit mobile version